১৫ লক্ষের গাড়ি খারাপ হতেই ডাস্টবিন বানিয়ে ঘোরানো হল শহর, অভিনব প্রতিবাদ

সম্প্রতি একটি ভিডিও ভীষণ ভাইরাল (Viral)হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে চোখ কপালে উঠে হয়ে সোশ্যাল মিডিয়াবাসীর। সেই ভিডিও তে দেখা যাচ্ছে যে, ১৫ লক্ষ টাকার গাড়ি কিনে ডাস্টবিন বানিয়ে ফেললেন এক ব্যক্তি। বিষয়টি অবিশ্বাস্য ও হাস্যকর হলেও সম্প্রতি এমন ঘটনায় ঘটেছে।

বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত জানা গেছে যে, বিনোদ নামের এক ব্যক্তি একটি নতুন গাড়িটি কিনে তাঁর পরিবারের সঙ্গে মাতা চিন্তাপূর্ণির উদ্দেশ্যে রওনা দেন। আর বাড়ি ফেরার সময়ে ওই গাড়িটিতে বেশ কিছু সমস্যা দেখা দেয়। আর বিনোদ বুঝতে পারেন যে, তার গাড়িটি সঠিক পারফরম্যান্স দিচ্ছে না। আর তারপরই গাড়িটি মাঝ রাস্তায় থেমে যায়। এবং গাড়ি আর স্টার্ট নেয় না।

আর এই ঘটনার পর বিনোদ গাড়িটির শোরুমের ম্যানেজারকে ফোন করে সম্পূর্ণ বিষয়টি জানান। কিন্তু তারা কোনো প্রতিক্রিয়া জানান নি। তারপর রাত ১ টা নাগাদ শোরুমের কর্মচারীরা তাঁর গাড়িটি নিয়ে যান। আর এই ঘটনায় বিনোদকে তার পরিবার সমেত পায়ে হেঁটেই বাড়িতে ফিরতে হয়ে। বিনোদের অভিযোগ করেন, এরপর প্রায় ১০ দিন তাঁকে সার্ভিস সেন্টারে যাওয়া আসা করতে হয়েছে। তবুও তার সমস্যার সমাধান হয়নি।

বিনোদ শোরুমের বিরুদ্ধে আরও অভিযোগ করেন যে, শোরুমের কর্মচারীরা তার গাড়িতে পুরোনো পার্টস লাগিয়ে দিয়েছে এবং তারা তাঁর গাড়িটি ২০০ কিলোমিটার চালিয়েছিল। এমনকি, গাড়ির সামনের বাম্পার ও কোম্পানির লোগো পর্যন্ত পরিবর্তন করে দেওয়া হয়।

সার্ভিস সেন্টার যেহেতু তার সমস্যা সমাধান না করে সমস্যা বাড়িয়ে দেয়, তাই এই ভাবে তিনি প্রতিবাদ করার সিদ্ধান্ত নেন। ভিডিওটি তে দেখা যায়, তিনি মাহিন্দ্রা কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য তিনি গাড়ির পুরো অংশে “ ইউজ মি” স্টিকার লাগিয়ে গাড়িটিকে ডাস্টবিনে পরিণত করে ফেলেন।