BEML New Metro Coaches: আরও তাড়াতাড়ি মিলবে পরিষেবা! ইস্ট ওয়েস্ট মেট্রো পাচ্ছে আরও এত সংখ্যক অত্যাধুনিক মেট্রো

The East West Metro is going to get a number of modern BEML New Metro Coaches very soon: বর্তমানে মেট্রোর কাজ এগোচ্ছে খুবই দ্রুতগতিতে। কলকাতা শহরে শিরা উপশিরার মতো ছড়িয়ে পড়েছে মেট্রো। যাত্রী পরিবহন ব্যবস্থা এখন আগের থেকে আরো অনেক বেশি সক্রিয় হয়েছে এবং সেই কারণেই বাড়ানো হচ্ছে রেক (BEML New Metro Coaches)। যাত্রী পরিষেবা উন্নত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে নানা রকম ভাবে। আজকের প্রতিবেদনে সেটাই জানতে পারবেন বিস্তারিতভাবে।

যাত্রী পরিষেবা বাড়ানোর উদ্দেশ্যে আগামী ২ বছরে আরও ১১টি রেক (BEML New Metro Coaches) পেতে চলেছে কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো। কলকাতা মেট্রোকে রেক সরবরাহ করবে বেঙ্গালুরুর সংস্থা BEML। সূত্র মারফত জানা যাচ্ছে যে, আগামী কয়েক মাসের মধ্যেই কলকাতায় পৌঁছে যাবে আরো ৩টি রেক। এমনটাই জানিয়েছেন সংস্থার কর্তা শান্তনু রায়।

সংস্থার কর্তা জানিয়েছেন, মোট ২৫টি রেক দিয়ে ইস্ট – ওয়েস্ট মেট্রো চলবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ টি রেকের (BEML New Metro Coaches) মধ্যে ১৪টি রেক ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে কলকাতা মেট্রোকে। BEML বাকি ১১টি রেক আগামী ২ বছরের মধ্যে পাঠাবে। ৩টি রেকের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। যখন জাপান থেকে মোটর আসবে তখনই রেকগুলি কলকাতায় পাঠিয়ে দেওয়া হবে। আশা করা হচ্ছে, জুলাই-অগাস্টের মধ্যে রেকগুলি কলকাতায় পৌঁছতে পারে।

আরও পড়ুন 👉 Train Confirmed Ticket: আপনি পান না, অথচ দালালরা কয়েক মিনিটেই পেয়ে যায় কনফার্মড টিকিট! কেসটা কী!

তবে সমস্যা দেখা দিয়েছে দক্ষিণেশ্বর-কবি সুভাষ মেট্রোর রেক (BEML New Metro Coaches) তৈরি করা নিয়ে। তবে এই রুটের সুড়ঙ্গ ব্রড গেজ মাপের ট্রেন চালানোর জন্য উপযুক্ত নয়। যদিও এখানকার লাইন ব্রড গেজ মাপের তবুও এখানে ট্রেনের কামরার প্রস্থ কম রাখতে হয়। চেন্নাইয়ে ICF দক্ষিণেশ্বর-কবি সুভাষ মেট্রোর রেক সরবরাহ করে। তাদের সঙ্গে আধুনিক রেক তৈরি করার জন্য আলোচনা চলছে।

কলকাতার বুকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ ও এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ছুটছে ইস্ট ওয়েস্ট মেট্রো । তার মধ্যে উল্লেখযোগ্য হল। এসপ্ল্যানেড-হাওড়া ময়দান অংশে চলছে ৩টি রেক। পাশাপাশি শিয়ালদা-সেক্টর ফাইভ অংশে চলছে ১১টি রেক। এই বছরের মধ্যেই শুরু হয়ে যাবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পূর্ণ দৈর্ঘ্যে পরিষেবা। বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন এই পরিস্থিতে আরও রেকের প্রয়োজন হতে পারে।