আর চলবে না ১৫ বছরের পুরাতন গাড়ি! জারি হয়ে গেল বিজ্ঞপ্তি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পরিবেশ দূষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পুরাতন গাড়ি বন্ধ করার বিষয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনায় শিলমোহর দিল সরকার। নিয়ম অনুযায়ী আর ১৫ বছরের পুরাতন গাড়ি চালানো যাবে না বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি জারি করার ফলে হাজার হাজার গাড়ি বাতিল হতে চলেছে।

Advertisements

পরিবেশ দূষণ রোধ করার জন্য ১৫ বছরের পুরাতন গাড়ি বন্ধ করার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হলো। আপাতত রাজ্যে যে সকল সরকারি গাড়ি রয়েছে তাদের মধ্যে যে সকল গাড়ির বয়স ১৫ বছর সেগুলি আর চালানো যাবে না। নতুন এই বিজ্ঞপ্তি জারি করার ফলে রাজ্য পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, অন্ততপক্ষে ১১ হাজার গাড়ি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Advertisements

যে ১১ হাজার গাড়ি বাতিল হতে চলেছে সেই সকল সরকারি গাড়ির মধ্যে প্রায় ৫০০টি বাস রয়েছে যার মধ্যে অধিকাংশই এখন গ্যারেজে পার্কিং অবস্থায় রয়েছে। ১৫ বছরের পুরাতন গাড়ি বাতিল করার যে প্রক্রিয়া শুরু হয়েছে তার প্রথম পদক্ষেপ হিসাবে তালিকায় নাম উঠলো সরকারি যানবাহনের।

Advertisements

বর্তমানে সরকারি আমলাদের গাড়িতে চড়ার জন্য অধিকাংশ ক্ষেত্রেই গাড়ি ভাড়া নেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে এখন ২০ হাজারের কাছাকাছি গাড়ি রয়েছে। রাজ্য পরিবহন দপ্তরের নির্দেশিকা অনুসারে ১১০০০ গাড়ি বাতিল হলে ৫০ শতাংশ গাড়ি বাতিল হয়ে যাবে। তবে যাতে সমস্যায় পড়তে না হয় তার জন্য ধাপে ধাপে এই সকল গাড়ি বাতিলের তালিকায় যাবে।

১৫ বছরের পুরাতন গাড়ি বাতিল হওয়ার পর সেই সকল গাড়ি রাজ্য পরিবহন দপ্তরের খাতা থেকে মুছে ফেলা হবে। সেই সকল জায়গায় নতুন গাড়ি আনার জন্য অর্থ দপ্তরের অনুমোদনের পরিপ্রেক্ষিতে কাজ শুরু হবে।

Advertisements