নিজস্ব প্রতিবেদন : এখনো পর্যন্ত ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) নির্ঘণ্ট প্রকাশ না হলেও দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটের প্রস্তুতি। রাজনৈতিক দলগুলি ছাড়াও নির্বাচন কমিশন (Election Commission) এখন শুধু সময়ের অপেক্ষা করছে নির্ঘণ্ট ঘোষণার জন্য। অন্যদিকে এসবের মধ্যেই শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী (Central Force for Lok Sabha Election 2024) মোতায়েন।
লোকসভা ভোটে যাতে কোথাও কোন অশান্তি না হয় সেই বিষয়টিকে মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর জন্য সমস্ত প্রস্তুতি একপ্রকার সেরে ফেলেছে নির্বাচন কমিশন। অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হবে লোকসভা ভোটের সময়। আর এই বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর মোতায়নের কাজ শুরু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে যাবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। আগামী ৩ মার্চ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবে। আর নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই ১ মার্চ কেন্দ্রীয় বাহিনী ঢুকে যাবে বলেই জানা গিয়েছে। ভোটারদের মধ্যে ভয় দূর করে নির্ভয়ে ভোট প্রদানের জন্য আশ্বস্ত করতেই আগাম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।
জানা যাচ্ছে, ৩ মার্চের আগে যে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করার কথা রয়েছে তার মধ্যে প্রথম দফায় ঢুকবে ১০০ কোম্পানি এবং দ্বিতীয় দফায় ঢুকবে ৫০ কোম্পানি। নির্বাচন কমিশনের তরফ থেকে প্রত্যেক জেলাকেই সমানভাবে গুরুত্ব দিতে চাইছে আর তারই পরিপ্রেক্ষিতে বিপুল পরিমাণ এই সকল কেন্দ্রীয় বাহিনী সব জেলার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। আগামী দিনে হাতেগোনা কিছু জেলা ছাড়া প্রত্যেক জেলায় অন্ততপক্ষে পাঁচ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী রাখার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। জেলা পুলিশ সুপারদের তত্ত্বাবধানে থাকবে এই বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী।
এক এক কোম্পানিতে অন্ততপক্ষে ৭৫ থেকে ৮০ জন কেন্দ্রীয় বাহিনী থাকেন। কোন কোন ক্ষেত্রে এই সংখ্যাটা এর থেকেও বেশি হয়। সেক্ষেত্রে যদি ৭৫ এর হিসাব করে চলা যায় তাহলে মার্চ মাসের শুরুতেই রাজ্যে প্রায় সাড়ে সাত হাজার কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ হবে। আগামী দিনে তা ধাপে ধাপে বাড়তে থাকবে। প্রথম দফায় ১০০ এবং পরে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে কলকাতায়। সেখানে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। অন্যদিকে এরপরই ৭ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী রাখা হতে পারে পূর্ব মেদিনীপুর এবং মালদায়।