শনিবার শিয়ালদা ডিভিশনে বাতিল ১৬ ট্রেন! ভোগান্তি থেকে বাঁচতে দেখে নিন পুরো তালিকা

নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবার (Indian Railways) ওপর নির্ভর করে প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকেন। দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি পশ্চিমবঙ্গেও এই সংখ্যাটা কয়েক লক্ষ। এমন পরিস্থিতিতে যদি কোন ট্রেন বাতিল হয় তাহলে স্বাভাবিকভাবেই এই বিপুল সংখ্যক যাত্রীদের সমস্যায় পড়তে হয়। তবে যাত্রীদের সুরক্ষা এবং অন্যান্য বিভিন্ন দিকের বিচার করলে পরিষেবা প্রদানের পাশাপাশি রক্ষণাবেক্ষণের কাজটিও জরুরী।

রেলের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ডিভিশনের বিভিন্ন রুটে রক্ষণাবেক্ষণের কাজ চালানো হয়ে থাকে। রক্ষণাবেক্ষণের এই কাজ চালানোর সময় সেই সকল রুটের বহু ট্রেন বাতিল করা হয়। ঠিক সেই রকমই শনিবার বাদকুল্লা ও কৃষ্ণনগর স্টেশনের মাঝে একটি সাবওয়ে তৈরি করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি বেথুয়াডহরি ও দেবগ্রাম স্টেশনের মাঝেও একটি সাবওয়ে তৈরি করা হচ্ছে। রেলের এইসব কাজের জন্য শনিবার সকাল ৯ঃ৫০ মিনিট থেকে সন্ধ্যা ৭:৫০ মিনিট পর্যন্ত ১০ ঘন্টা শিয়ালদা ডিভিশনে ১৬টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

রেলের তরফ থেকে সাবওয়ে তৈরি করার জন্য ১৬ টি লোকাল ট্রেন বাতিল রাখার পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে শনিবার যাত্রীদের ভোগান্তি সইতে হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে যদি যাত্রীরা রেলের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী পুরো তালিকা দেখে অন্য প্ল্যান করেন তাহলে ভোগান্তি থাকবে না। চলুন দেখে নেওয়া যাক বাতিল ট্রেনগুলির তালিকা।

আরও পড়ুন 👉 কপাল খুলছে শিয়ালদা ডিভিশনের এই ৬ লোকাল ট্রেনের, যোগ হবে ফার্স্ট ক্লাস কামরা

৩১৮১৯ শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল। ৩১৮২২ কৃষ্ণনগর থেকে শিয়ালদা লোকাল। ০৩১৯৩ কলকাতা থেকে লালগোলা লোকাল। ০৩১৯৪ লালগোলা থেকে কলকাতা লোকাল। ৩১৭৭৩ রানাঘাট থেকে লালগোলা লোকাল। ৩১৭৬৯ রানাঘাট থেকে লালগোলা লোকাল। ৩১৭৭১ রানাঘাট থেকে লালগোলা লোকাল। ৩১৭৬৮ লালগোলা থেকে রানাঘাট লোকাল। ৩১৭৭০ লালগোলা থেকে রানাঘাট লোকাল। ৩১৭৭৪ লালগোলা থেকে রানাঘাট লোকাল। ৩১৮৬১ কৃষ্ণনগর থেকে লালগোলা লোকাল। ৩১৮৬৪ লালগোলা থেকে কৃষ্ণনগর লোকাল।

এছাড়াও বাতিল থাকবে ০৩১১৫ শিয়ালদা থেকে লালগোলা লোকাল। ০৩১৮৩ শিয়ালদা থেকে লালগোলা লোকাল। ০৩১৯৬ লালগোলা থেকে শিয়ালদা লোকাল। ০৩১৯০ লালগোলা থেকে শিয়ালদা লোকাল। রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি আশা করা হচ্ছে নির্ধারিত ওই সময়ের পর এই লাইনগুলিতে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।