Madhyamik Routine 2025: ভ্যালেন্টাইন ডে’র দিন শুরু, দেখে নিন ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা অন্যান্য বছরের মাধ্যমিক পরীক্ষার তুলনায় বেশ কয়েকদিন আগে হয়। তবে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা কিছুটা দেরিতে শুরু হওয়ার কারণে বেশ কয়েকদিন সময় পাবেন পরীক্ষার্থীরা। কেননা ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ভ্যালেন্টাইন ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন (Madhyamik Routine 2025)।

চলতি বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয় ২ মে অর্থাৎ বৃহস্পতিবার। মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পাশাপাশি অন্যান্য বছর বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন জানিয়ে দেওয়া হয়। তবে অন্যান্য বছর বোর্ড সভাপতি পরের বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন ঘোষণা করলেও এই বছর রামানুজ গঙ্গোপাধ্যায় সেই পথে হাঁটেন নি। যে কারণে পরের বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন নিয়ে জল্পনা শুরু হয়েছে।

যদিও চলতি বছর মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা কবে শুরু হবে এবং কবে শেষ হবে তা সম্পর্কে ঘোষণা করেছিলেন। সেই মোতাবেক মনে করা হচ্ছে, শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ীই আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি এবং তার শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। যদি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সেই ঘোষণায় আগামী বছর বাস্তবায়িত হয় তাহলে কোন দিন কি পরীক্ষা হবে চলুন দেখে নেওয়া যাক।

আরও পড়ুন 👉 Webinar about HS Syllabus: উচ্চমাধ্যমিকের নতুন সিলেবাস, সেমিস্টার বুঝতে চিন্তার দিন শেষ! বিশেষ বন্দোবস্ত শিক্ষাদপ্তরের

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘোষণা অনুযায়ী আগামী বছর ১৪ ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা, ১৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা, ১৬ ফেব্রুয়ারি কোন পরীক্ষা নেই, ১৭ ফেব্রুয়ারি ইতিহাস, ১৮ ফেব্রুয়ারি ভূগোল, ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, ২০ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান, ২১ ফেব্রুয়ারি ছুটি, ২২ ফেব্রুয়ারি গণিত, ২৩ ফেব্রুয়ারি ছুটি এবং ২৪ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

তবে এদিন পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদের ভোট সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “পরের বছর মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ নিয়ে রাজ্যের শিক্ষা মন্ত্রী ইঙ্গিতপূর্ণ তারিখের কথা জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে তা জানিয়ে দেওয়া হবে।” অন্যদিকে বিশেষজ্ঞরা দাবি করছেন, যেহেতু শিক্ষামন্ত্রী ইঙ্গিতপূর্ণ তারিখের কথা জানিয়েছেন তাই এই রুটিনের ক্ষেত্রে পরিবর্তন এলেও তা খুব বেশি হেরফের হবে না। সুতরাং শিক্ষা মন্ত্রীর ঘোষণা অনুযায়ী রুটিনকে ধরেই আগামী বছরের জন্য প্রস্তুতি নিতে হবে।