PM Kisan Amount Allotment: তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েই মোদি ছাড়লেন ২০ হাজার কোটি টাকা, পাবেন এই সকল উপভোক্তারা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ৪০০ পারের স্লোগান তুললেও বিজেপি এবার ২৪০ এই আটকে যায়। তবে এনডিএ জোটের সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে দ্বিতীয়বারের জন্য সরকার গঠন করে এনডিএ এবং প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। জহরলাল নেহেরুর পর এই প্রথম নরেন্দ্র মোদি পরপর তিনবারের জন্য প্রধানমন্ত্রী হলেন। আর তৃতীয়বারের জন্য চেয়ারে বসেই নরেন্দ্র মোদি ২০ হাজার কোটি টাকার অনুমোদন দিলেন।

প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী ২০১৪ সালে শপথ গ্রহণ করার পর দেশে বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্প চালু করেছেন। যে সকল প্রকল্পের মধ্য দিয়ে দেশের নাগরিকদের স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া হয়। সুবিধা দেওয়ার পাশাপাশি মোদি সরকারের তরফ থেকে দেশের বহু উপভোক্তাদের নগদ টাকা দেওয়া হয় তাদের অ্যাকাউন্টে। সেই রকমই নতুন করে ২০ হাজার কোটি টাকার বরাদ্দ করা হয়েছে একটি প্রকল্পের টাকার জন্য।

মোদি সরকার যে সকল জনকল্যাণমূলক প্রকল্প এযাবত চালু করেছে তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হল পিএম কিসান যোজনা। এই প্রকল্পের আওতায় বর্তমানে দেশে ৯ কোটি বেশি কৃষক রয়েছেন। যাদের শেষবার কেন্দ্র সরকারের তরফ থেকে গত ফেব্রুয়ারি মাসে ২০২৪ সালের প্রথম কিস্তির ২০০০ টাকা প্রদান করা হয়েছিল। এবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে চেয়ারে বসতেই এই প্রকল্পের জন্য টাকা প্রদানের অনুমোদন দিলেন তিনি।

আরও পড়ুন 👉 New Health Scheme: স্বাস্থ্য সাথী, আয়ুষ্মান ভারত অতীত! এবার কেন্দ্রের নতুন প্রকল্পে মিলবে পর পর নতুন সুবিধা

বর্তমানে এই প্রকল্পের আওতায় টাকা দেওয়ার জন্য সরকারের প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়ে থাকে। এবার কেন্দ্র সরকারের তরফ থেকে এই বিপুল পরিমাণ টাকা অনুমোদন (PM Kisan Amount Allotment) দেওয়ার সঙ্গে সঙ্গেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গেল। খুব তাড়াতাড়ি ২০২৪ সালের দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন কৃষকরা। নতুন সরকার গঠনের পরপরই কেন্দ্র সরকারের এমন সিদ্ধান্তে খুশির হওয়া এই প্রকল্পের আওতায় থাকা কৃষকদের মধ্যে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফাইলে স্বাক্ষর করার পরই জানান, তাদের সরকার অর্থাৎ এনডিএ সরকার কৃষক কল্যাণে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আর সেই কারণেই দায়িত্ব নেওয়ার পর পরই তারা কৃষক কল্যাণ সম্পর্কিত ফাইলে স্বাক্ষরের জন্য পদক্ষেপ নিয়েছেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, তিনি এবং তারা ভবিষ্যতেও কৃষক কল্যাণ এবং কৃষি খাতের জন্য আরও বেশি খরচ করতে চান।