নিজস্ব প্রতিবেদন : ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলিতে শুরু হয়ে গিয়েছে গরমের ছুটি। বেসরকারি স্কুলগুলিরও বেশ কয়েকটি স্কুল গরমের ছুটি দিয়ে দিয়েছে। আর এই গরমের ছুটিতে অনেকেই রয়েছেন যারা বিভিন্ন জায়গা ঘুরতে যান। বাংলার বুকে থাকা যে সকল জায়গায় পর্যটকরা সবচেয়ে বেশি ঘুরতে যান তাদের মধ্যে প্রিয় হল দার্জিলিং আর দীঘা। সেক্ষেত্রে এবার এই দুই জায়গার জন্য ৯ জোড়া স্পেশাল ট্রেন (Summer Special Train) দিল রেল।
মূলত গরমের ছুটি পড়ার আগে থেকেই নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে রওনা দেওয়ার ট্রেনগুলির চাহিদা ব্যাপক বেড়ে যাওয়ার কারণে অনেকেই রয়েছেন যারা ট্রেনের টিকিটের অভাবে প্ল্যান বাতিল করতে বাধ্য হচ্ছিলেন। একই রকম পরিস্থিতি দিঘার ক্ষেত্রেও। আর এই সকল কথা মাথায় রেখে এবার রেলের তরফ থেকে বাংলার জনপ্রিয় দুই পর্যটন কেন্দ্রের জন্য ৯ জোড়া স্পেশাল ট্রেনের ঘোষণা করা হলো।
প্রথমেই দীঘার দিকে নজর রাখা যাক। দীঘার জন্য ৩ জোড়া স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। একটি স্পেশাল ট্রেন মালদা টাউন থেকে দীঘা এবং দীঘা থেকে মালদা টাউন যাতায়াত করছে। ০৩৪৬৫ ট্রেনটির প্রতি শনিবার মালদা টাউন থেকে দুপুর ১টা ২৫ মিনিটে দিঘার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে ০৩৪৬৬ ট্রেনটি দীঘা থেকে মালদা টাউনের উদ্দেশ্যে প্রতি রবিবার ভোর ৫টার সময় রওনা দেয়।
অন্য দুটি সাঁতরাগাছি থেকে দীঘা ও দীঘা থেকে সাঁতরাগাছি যাতায়াত করছে। ০২৮৯৭ সাল ট্রেনটি রবিবার সাঁতরাগাছি থেকে সকাল ৮:১০ মিনিটে দিঘার উদ্দেশ্যে রওনা দেয়। ০২৮৪৭ ট্রেনটি প্রত্যেক শনিবার সকাল ৯:১০ মিনিটে দীঘার উদ্দেশ্যে রওনা দেয়। ফেরার পথে এই দুটি ট্রেন শনিবার এবং রবিবার দুপুর ১:১০ মিনিটে সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা দেয়।
অন্যদিকে দার্জিলিং অথবা উত্তরবঙ্গের অন্যান্য জায়গার জন্য দক্ষিণবঙ্গের অধিকাংশ পর্যটকরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নামেন। এক্ষেত্রে উত্তরবঙ্গের উপর পর্যটকদের চাপের কথা মাথায় রেখে এখন ৬ জোড়া স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। যেগুলি বিভিন্ন রুটে যাতায়াত করছে, তবে এগুলিতে অনায়াসেই পৌঁছে যাওয়া যাবে নিউ জলপাইগুড়ি স্টেশন। গুরুত্বপূর্ণ সেই ৯ জোড়া ট্রেনের সময়সূচী আমরা নিচে জানালাম পর্যটকদের সুবিধার জন্য
০৩১০৫/০৩১০৬: ০৩১০৫ প্রতি সপ্তাহের শুক্রবার ট্রেনটি শিয়ালদা থেকে সকাল ৯ঃ০০ টায় ছাড়ে এবং নিউ জলপাইগুড়ি পৌঁছায় সন্ধ্যা ৭:১০ মিনিটে। ০৩১০৬ ট্রেনটি প্রতি রবিবার নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে রাত ১২:৩০ মিনিটে এবং শিয়ালদা এসে পৌঁছায় দুপুর ১ টায়।
১৫৬৪৩/১৫৬৪৪: ১৫৬৪৩ট্রেনটি প্রতি রবিবার হাওড়া স্টেশন থেকে সকাল ৭:৩০ মিনিটে ছাড়ে এবং নিউ জলপাইগুড়ি পৌঁছায় সন্ধ্যা ৬:৫৫ মিনিটে। ১৫৬৪৪ ট্রেনটি প্রতি শুক্রবার নিউ জলপাইগুড়ি এসে পৌঁছায় সকাল ৮:৪০ মিনিটে এবং হাওড়া এসে পৌঁছায় রাত ১২টায়।
০৩০২৭/০৩০২৮: ০৩০২৭ এই ট্রেনটি প্রতি সপ্তাহের বুধবার হাওড়া থেকে রাত ১১ঃ৫৫ মিনিটে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনটি সকাল ১০:৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছে যায়। ০৩০২৮ ট্রেনটি প্রতি বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে দুপুর ১২:৪৫ মিনিটে। ট্রেনটি ও রাত ১২:১০ মিনিটে হাওড়া এসে পৌঁছায়।
০৫৬৪০/০৫৬৩৯: ০৫৬৪০ ট্রেনটি প্রতি শুক্রবার দুপুর তিনটের সময় কলকাতা স্টেশন থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা দেয় এবং ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছায় ভোর ৩:৩০ মিনিটে। ০৫৬৩৯ ট্রেনটি প্রতি শুক্রবার নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি থেকে সাড়ে রাত ১২ঃ৪০ মিনিটে। ট্রেনটি কলকাতা এসে পৌঁছায় দুপুর ১টার সময়।
০২৫১৭/০২৫১৮: ০২৫১৭ কলকাতা স্টেশন থেকে প্রতি বৃহস্পতিবার ট্রেনটি রাত ৯:৪০ মিনিটে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছায় সকাল ৭:৪৫ মিনিটে। ০২৫১৮ ট্রেনটি প্রতি রবিবার ভোর ৪:৩৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে এবং কলকাতা এসে পৌঁছায় দুপুর ২:৩০ সময়।
০২৫০১/০৫৯৩২: ০২৫০১ কলকাতা স্টেশন থেকে প্রতি রবিবার আগরতলার উদ্দেশ্যে এই ট্রেনটি রাত ৯:৪০ মিনিটে রওনা দেয়। ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছায় সকাল ৭ টা ৪৫ মিনিটে। ০৫৯৩২ ট্রেনটি প্রতি রবিবার দুপুর ১২ টা ৫ মিনিটে নিউ জলপাইগুড়ি এসে পৌঁছাই এবং ১২:১৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে। এই ট্রেনটি কলকাতা এসে পৌঁছায় পরদিন দুপুর ১১ টার সময়।