Acche Din in Indian Railways: রেলে আসছে আচ্ছে দিন, সময় লাগবে ৫ বছর! সুবিধা সঙ্গে আনন্দে আটখানা হয়ে লাফাবেন

নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবা ব্যবহার করেননি এমন ভারতীয় নাগরিক নেই বলা যাবেনা, তবে তা সংখ্যায় একেবারেই নগন্য। আবার ইদানিংকালের দিকে তাকালে লক্ষ্য করা যাবে, আগের তুলনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতীয় রেলে (Indian Railways) যাত্রী সংখ্যা। ভারতীয় রেলে এমন যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ার ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, গুরুত্ব বাড়ছে রেল পরিষেবার।

তবে এমন একটি গুরুত্বপূর্ণ পরিষেবার ক্ষেত্রেও নানান ধরনের অভিযোগ সামনে আসতে দেখা যায়। রেলের তরফ থেকে সুরক্ষিত এবং নির্ঝঞ্ঝাট পরিষেবা দেওয়ার জন্য নানান নিয়ম চালু করা হলেও বিভিন্ন ক্ষেত্রে যাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তবে এই সকল সমস্যা আর থাকবে না, কেননা রেলে এবার আসতে চলেছে আচ্ছে দিন (Acche Din in Indian Railways), তাও আবার ৫ বছরের মধ্যে। এমনটাই দাবি করেছেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রেল যাত্রীদের মধ্যে বড় সংখ্যার রেল যাত্রীরা দূরপাল্লার ট্রেনে এক জায়গা থেকে অন্য জায়গা ভ্রমণ করে থাকেন। দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করার ক্ষেত্রে যাত্রীদের সবচেয়ে জরুরি যে বিষয়টি দরকার তা হল ট্রেনের কনফার্ম টিকিট। কিন্তু দিন দিন যাত্রীসংখ্যা এতটাই বেশি হয়ে যাচ্ছে যে কনফার্ম টিকিট পেতে এক মাস আগে থেকে টিকিট বুকিং করেও শান্তি নেই। রেল যাত্রীদের সবচেয়ে বড় অভিযোগ হল এই জায়গাতেই।

আরও পড়ুন 👉 Ahmadpur-Katwa Train: এখন আরও সহজে হবে আহমেদপুর-কাটোয়া সফর! দেখুন নতুন নতুন ট্রেনের সূচি

তবে এবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এমন দিন আসতে চলেছে যে দেশের প্রত্যেককেই কনফার্ম টিকিট পাবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এটিকেই ‘মোদি গ্যারান্টি’ বলে দাবি করেছেন। দেশের প্রত্যেক যাত্রীকেই কনফার্ম টিকিট দেওয়ার জন্য রেলের ক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি করা হবে বলেই দাবি করেছেন অশ্বিনী বৈষ্ণব। আর এই সকল গ্যারান্টির কথা বলতে গিয়ে তিনি বেশ কিছু উদাহরণ তুলে ধরেছেন।

উদাহরণ তুলে ধরতে গিয়ে তিনি দাবি করেছেন, ইউপিএ আমলে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০ বছরে ৩২ হাজার কোচ নির্মিত হয়েছিল। আর ২০১৪ থেকে ২০১৪ এনডিএ-র ১০ বছরে ৫৪ হাজার কোচ নির্মিত হয়েছে। শেষ ১০ বছরে দেশে ৩১ হাজার কিলোমিটার নতুন রেলপথ স্থাপিত হয়েছে। কিন্তু ২০১৪ সালের আগে এক কিলোমিটারও নতুন রেলপথ তৈরি করা হয়নি। এই সকল উদাহরণ তুলে ধরে রেলমন্ত্রী নিশ্চিত করেছেন, আগামী পাঁচ বছরে ভারতীয় রেলে আসছে আচ্ছে দিন।