চিন্তার শেষ নেই, মাসের শুরুতেই এক ধাক্কায় বাড়লো রান্নার গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদন : প্রতিমাসের শুরুতেই বিভিন্ন ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনা হয়। সেই সকল নিয়মের মধ্যে অন্যতম একটি পরিবর্তন হলো রান্নার গ্যাসের (LPG) দাম। মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম নির্ধারণ করা হয়ে থাকে গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে। ঠিক সেইরকমই মার্চ মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম (LPG Cylinder Price Hike) নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হল।

মার্চ মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে আর এই রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ফলে নতুন করে চিন্তার ভাঁজ তৈরি হচ্ছে দেশের মানুষদের মধ্যে। গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে ১৯ কেজি ওজনের অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাসের ক্ষেত্রে দাম বৃদ্ধি করা হয়েছে। নতুন দাম অনুযায়ী ১৯ কেজি ওজনের রান্নার গ্যাসের ক্ষেত্রে সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ২৪ টাকা। দাম বৃদ্ধির পর কলকাতায় ১৯ কেজি ওজনের রান্নার গ্যাসের জন্য খরচ করতে হবে ১৮৬৯ টাকা ৫০ পয়সা। অন্যদিকে ঘরোয়া অর্থাৎ ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা।

আপনার জেলায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের নতুন দাম

বাঁকুড়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১১৪১ টাকা।

বীরভূমে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১১৫২ টাকা।

আলিপুরদুয়ারে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১১৫৬ টাকা।

কোচবিহারে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১২০১ টাকা।

দক্ষিণ দিনাজপুরে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১২০১ টাকা।

দার্জিলিংয়ে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১১৫৬ টাকা।

হুগলিতে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১১৫২ টাকা।

হাওড়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১১৩০.৫০ টাকা।

জলপাইগুড়িতে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১১৫৬ টাকা।

ঝাড়গ্রামে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১১৩০.৫০ টাকা।

কালিম্পংয়ে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১২৫৮.৫০ টাকা।

কলকাতায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১১২৯ টাকা।

মালদায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১২০০ টাকা।

মুর্শিদাবাদে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১১৪৬.৫০ টাকা।

নদীয়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১১২৯.৫০ টাকা।

উত্তর ২৪ পরগনায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১১২৯ টাকা।

পশ্চিম বর্ধমানে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১১৪২.৫০ টাকা।

পশ্চিম মেদিনীপুরে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১১২১.৫০ টাকা।

পূর্ব বর্ধমানে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১১৪২.৫০ টাকা।

পুরুলিয়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১১৫৮ টাকা।

দক্ষিণ ২৪ পরগনায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১১২৯ টাকা।

উত্তর দিনাজপুরে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১২০১ টাকা।

পূর্ব মেদিনীপুরে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১১০৫ টাকা।