দাউ দাউ করে জ্বললো ২০টি ইলেকট্রিক স্কুটার, মুহূর্তে ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদন : দিন দিন পেট্রোল ডিজেল সহ অন্যান্য জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার কারণে বাড়তে শুরু করেছে ব্যাটারি চালিত যানবাহনের চাহিদা। বিশেষ করে ব্যাটারি চালিত স্কুটারের চাহিদা বেড়েছে সবচেয়ে বেশি। কিন্তু সম্প্রতি একাধিক জায়গায় ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার খবর লক্ষ্য করা যাচ্ছে।

দিন কয়েক আগেই ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয় ব্র্যান্ড ওলার ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার ঘটনা ঘটে। এই তালিকায় কেবলমাত্র ওলা রয়েছে এমনটা নয়, তালিকায় আরও একাধিক সংস্থার নাম রয়েছে। তবে সম্প্রতি এই সকল ঘটনাকে ছাড়িয়ে গেল একটি ঘটনা। যেখানে দেখা গেল একসঙ্গে ২০টি ইলেকট্রিক স্কুটারকে দাউ দাউ করে জ্বলে উঠতে।

একসঙ্গে এত সংখ্যক ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার ঘটনাটি ঘটেছে জিতেন্দ্র ইলেকট্রিক ভেহিকেল নামে একটি সংস্থার ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে। এমন এই দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে, এই সকল ইলেকট্রিক স্কুটারগুলি কন্টেইনারে চাপিয়ে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল।

জানা গিয়েছে, এই সংস্থার ইলেকট্রিক স্কুটার তৈরির কারখানা রয়েছে মহারাষ্ট্রের নাসিকে। সেখান থেকেই এই সকল ইলেকট্রিক স্কুটার কন্টেনারে চাপিয়ে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে। কন্টেনারে মোট ৪০টি ইলেকট্রিক স্কুটার ছিলো যার মধ্যে একটি সারিতে ছিল ২০টি এবং অন্য সারিতে ছিল আরও ২০টি। কন্টেনারের উপরের সারিতে আগুন লাগে এবং ঝলসে যায় সবগুলি ইলেকট্রিক স্কুটার।

ভাইরাল হওয়া ভিডিও থেকে জানা গিয়েছে এই ঘটনাটি ঘটেছে ৯ এপ্রিল। যদিও কিভাবে একসঙ্গে এতগুলি ইলেকট্রিক স্কুটারে আগুন লাগল তা নিয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে প্রথমে কোন একটি ইলেকট্রিক স্কুটারে আগুন লাগে এবং পড়ে বাকি ইলেকট্রিক স্কুটারগুলিতে সেই আগুন ছড়িয়ে পড়ে।