কে হাসবে শেষ হাসি, এক্সিট পোল সমীক্ষায় কি বলছে বাংলার ফলাফল

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ ৮ দফা ভোটের পর অবশেষে শেষ হল বাংলার বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচন শেষ হওয়ার পরেই একাধিক সমীক্ষক সংস্থা তাদের বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ করতে শুরু করেছে। আর এই বুথ ফেরত সমীক্ষাকে ভোটের সম্ভাব্য ফলাফল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বাংলার ২৯৪ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। সেই মোতাবেক চলুন দেখে নেওয়া যাক বাংলার বিধানসভা নির্বাচন শেষে সিংহাসন দখলের লড়াইয়ে কে হাসবে শেষ হাসি? কি বলছে এই সকল বুথ ফেরত সমীক্ষার ফলাফল।

এবিপি সি-ভোটার : তৃণমূল ১৫২-১৬৪, সংযুক্ত মোর্চা ১৪-২৫, বিজেপি ১০৯-১২১।

তৃণমূল ৪২ শতাংশ ভোট, বিজেপি ৩৯ শতাংশ ভোট, সংযুক্ত মোর্চা ১৫ শতাংশ ভোট পেতে পারে।

টাইমস নাও-সি ভোটার : তৃণমূল ১৫৮, বিজেপি ১১৫, সংযুক্ত মোর্চা ১৯।

রিপাবলিক : তৃণমূল ১২৮-১৪৮, বিজেপি ১৩৮-১৪৮, অন্যান্যরা ৬-৯ টি আসন পেতে পারে।

ইটিজি রিসার্চ : তৃণমূল ১৬৪-১৭৬, বিজেপি ১০৫-১১৫, সংযুক্ত মোর্চা ১০-১৫, অন্যান্যরা ১টি আসন পেতে পারে।

পি মার্ক : তৃণমূল ১৫২-১৭২, বিজেপি ১১২-১৩২, সংযুক্ত মোর্চা ১০-২০ টি আসন পেতে পারে।

রিপাবলিক টিভি সিএনএক্স : তৃণমূল ১২৮-১৩৮, বিজেপি ১৩৮-১৪৮, সংযুক্ত মোর্চা ১১-২১টি আসন পেতে পারে।

সিএনএক্স : তৃণমূল ১৩৮-১৪৮, বিজেপি ১০৯-১২১, সংযুক্ত মোর্চা ১১-২১টি আসন পেতে পারে।

এবিপি সিএনএক্স : তৃণমূল ১৫৭-১৮৫, বিজেপি ৯৬-১২৫, সংযুক্ত মোর্চা ৮-১৬টি আসন পেতে পারে।

জন কি বাত : তৃণমূল ১০৪-১২১, বিজেপি ১৬২-১৮৫, সংযুক্ত মোর্চা ৩-৯টি আসন পেতে পারে।

এনডিটিভি : তৃণমূল ১৬৪-১৭৪, বিজেপি ১০৫-১১৫, সংযুক্ত মোর্চা ১-১৫টি আসন পেতে পারে।

সিএনএন নিউজ ১৮ : তৃণমূল ১৬২, বিজেপি ১১৫, সংযুক্ত মোর্চা ১৫টি আসন পেতে পারে।

[aaroporuntag]
তবে অতীতের একাধিক পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যায় বুথ ফেরত এইসকল সমীক্ষার ফলাফল ভোটের ফলাফলের সাথে হুবহু মিলে গেছে। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় এই সকল ফলাফলকে ভোটের আসল ফলাফলের সামনে মুখ দুমড়ে হয়েছে। সুতরাং কি হবে বাংলার ভাগ্য, কোন রাজনৈতিক দলের হাতে যাবে সিংহাসনের রাশ তা জানার জন্য রাজ্যের বাসিন্দাদের অপেক্ষা করতে হবে ২ রা মে পর্যন্ত।