225 data entry operator recruitment in 2024 in Kolkata Police: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা পুলিশ (Kolkata Police Recruitment 2024)। ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে কর্মী। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়াকরণ। শীঘ্রই শেষ হবে আবেদনের সময়সীমা। তাই আর সময় নষ্ট নয়, স্বপ্ন পূরণ করতে এখনই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি জেনে নিয়ে সম্পন্ন করুন আবেদন। রইল পদের নাম থেকে শুরু করে যোগ্যতা, বয়স, বেতনক্রম, আবেদন পদ্ধতি সহ সমস্ত বিস্তারিত বিবরণ।
পদের নাম
Data Entry Operator
মোট শূন্যপদ
২২৫ জন (GEN ১০০, SC ৫০, ST ১৪, OBC A ২২, OBC B ১৬, EBC ২৩)।
শিক্ষাগত যোগ্যতা
কলকাতা পুলিশের DEO পদে (Kolkata Police Recruitment 2024) আবেদনের জন্য প্রার্থীর যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর। পাশাপাশি কম্পিউটারে দ্রুত টাইপ করার অভিজ্ঞতা। এছাড়াও প্রার্থীকে অবশ্যই বাংলায় লিখতে এবং পড়তে জানতে হবে।
বেতনক্রম
উপরে উল্লেখিত পদে যেসব আবেদন প্রার্থীরা নিযুক্ত হবে তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৬,০০০ টাকা।
বয়সসীমা
আবেদন প্রার্থীদের অবশ্যই বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড়পত্র দেওয়া হবে। তবে সাধারণের ৪০-এর উর্ধ্বে গেলে হবে না।
আবেদন পদ্ধতি
কলকাতা পুলিশের DEO পদে অনলাইনে আবেদন করা যাবে। গত ১৫ই মার্চ থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়াকরণ। আবেদনের জন্য প্রথমে https://prb.wb.gov.in, wbpolice.gov.in ও kolkatapolice.gov.in এই তিনটে ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি ওয়েবসাইট লগইন করতে হবে। সেখানকার সমস্ত তথ্য ভালো করে পড়ে অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে। তারপরে একটি ফর্ম আসবে। ফর্মটি প্রয়োজনীয় নথিপত্র দিয়ে সঠিকভাবে পূরণ করে, নথিপত্রগুলি আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে।
প্রয়োজনীয় নথিপত্র
- জন্ম সার্টিফিকেট
- আধার কার্ড অথবা ভোটার কার্ড
- শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র
- পেশাদার ডিগ্রী সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজ ফটো
- ইমেইল আইডি
- বৈধ মোবাইল নম্বর সহ অন্যান্য নথিপত্র
নিয়োগ প্রক্রিয়া
কোনো লিখিত পরীক্ষা নয়, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কলকাতা পুলিশের DEO পদে। তবে চুক্তির ভিত্তিতে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন ? BECIL Recruitment 2024: হাতে মাত্র ২ দিন! দশম শ্রেণী পাশেই কেন্দ্রীয় সংস্থা বেসিলে চাকরির সুযোগ
আবেদনের শেষ তারিখ
আবেদন করার সময় হাতে খুব একটা বেশি সময় নেই। আবেদনের শেষ দিন হল ০৪-০৪-২০২৪। তবে এপ্রিল মাসের ১ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত আবেদন পত্র সংশোধন করা যাবে। তবে সেই সংশোধনের ক্ষেত্রে নাম, মা-বাবার কোন পরিচয় বা জন্ম সার্টিফিকেটের তারিখ সংশোধন করা যাবে না। ফলস্বরূপ ভালো করে দেখেশুনে ফর্ম পূরণ করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে অনুসরণ করুন কলকাতা পুলিশের (Kolkata Police Recruitment 2024) অফিসিয়াল ওয়েবসাইট।