কারা পাবেন প্রথম টিকা, ২৫ হাজার নামের তালিকা করলো রাজ্য সরকার

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনা অতিমারি থেকে বাঁচার উপায় একমাত্র ভ্যাকসিনকে লক্ষ্য রেখে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে নামের তালিকা তৈরি করা শুরু করে দেওয়া হয়েছে। গত শনিবার পর্যন্ত রাজ্য স্বাস্থ্য ভবনে টিকার প্রথম অধিকার হিসেবে ২৫ হাজারের বেশি নাম জমা পড়েছে।

Advertisements

Advertisements

কারা পাবেন প্রথম টিকা, সেই তালিকা তৈরি করার জন্য আগেই কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মত কলকাতা সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলি থেকে এই নাম জমা পড়েছে। তবে এই ২৫ হাজারের তালিকাতেই শেষ নয়। কারণ টিকার প্রথম দাবীদার হিসেবে এখনো বাকি রয়েছে রাজ্যের অন্যান্য জায়গার নামের তালিকা। স্বাস্থ্য ভবনের তরফ থেকে মনে করা হচ্ছে, এই সমস্ত নামের তালিকা আগামী সপ্তাহের মধ্যেই চলে আসবে। সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজ ছাড়াও নামের তালিকায় যুক্ত হবে বেসরকারী নার্সিংহোম অথবা হাসপাতালে চিকিৎসকদের নামও।

Advertisements

অগ্রাধিকারের ভিত্তিতে কেন্দ্র সরকারের নির্দেশে প্রথম টিকা পাবেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। তবে রাজ্য সরকার চাইছে এই তালিকায় পুলিশ এবং প্রশাসনিক কর্মীসহ প্রথম সারির করোনা যোদ্ধাদের নাম রাখতে।

চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা ছাড়াও এই যে তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকায় নাম রয়েছে কলকাতা পুলিশের সেই সকল কর্মীদের যারা হাসপাতালের মত চিকিৎসা কেন্দ্রগুলি নিরাপত্তা রক্ষীর কাজ করেন। পাশাপাশি এই তালিকায় নাম রয়েছে ল্যাব টেকনিশিয়ানদেরও।

প্রায় সাড়ে চার হাজার এমবিবিএস পাঠরত ছাত্র, শিক্ষক, চিকিৎসক, নার্স এবং সমস্ত স্বাস্থ্য কর্মীদের বলে জানিয়েছেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের সুপার ডাঃ সন্দীপ ঘোষ। এনআরএস মেডিকেল কলেজ থেকে নাম গিয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার। এসএসকেএম হাসপাতাল থেকে নাম গিয়েছে প্রায় সাত হাজার জনের। আরজিকর থেকে নাম গিয়েছে চার হাজার। এমআর বাঙ্গুর এবং বেলেঘাটা আইডি থেকে যথাক্রমে সাতশ করে চৌদ্দশ নাম গিয়েছে।

Advertisements