Under PM Surya Ghar Yojana, 300 units of electricity will be provided free of charge every month: ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি নতুন প্রকল্পের ঘোষনা করেন। প্রকল্পটির নাম প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা (PM Surya Ghar)। বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে সাধারণ মানুষকে। মূলত সৌর শক্তির ব্যবহার করে বিদ্যুতের খরচ কমানোর জন্য এই প্রকল্পের সূচনা করা হয়েছে। এই প্রকল্প কার্যকর করা সম্ভব হলে ভারতবর্ষে ১ কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন। প্রতিমাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবেন তারা।
বিদ্যুতের খরচ কমাতে সৌরশক্তিকে ব্যবহার করার উদ্যোগ নিচ্ছে কেন্দ্র সরকার। সৌরশক্তির ব্যবহারকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা (PM Surya Ghar) চালু করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। সাধারণ মানুষের বিদ্যুৎ বিলের খরচ কমানো সম্ভব এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের সাহায্যে বার্ষিক ১৮ হাজার টাকা খরচ বাঁচাতে পারবেন সাধারণ মানুষ।
বাড়িতে সোলার প্ল্যান্ট (PM Surya Ghar) বসিয়ে সৌরশক্তিকে ব্যবহার করা সম্ভব। সোলার প্ল্যান্ট বসানোর জন্য যা খরচ হবে তার উপর ভর্তুকি প্রদান করবে কেন্দ্র সরকার। কোন বাড়িতে যদি ২ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট বসানো হয়, তাহলে নির্ধারিত খরচের ৬০ শতাংশ ভর্তুকি হিসেবে দেবে কেন্দ্র সরকার। কোন পরিবার যদি তিন কিলোওয়াট সোলার প্যান্ট বসাতে চান, তাহলে ২ কিলোওয়াট এর জন্য ৬০ শতাংশ এবং অতিরিক্ত এক কিলোওয়াট এর জন্য ৪০ শতাংশ ভর্তুকি পাবেন তারা।
আরও পড়ুন ? AC Electric Bill: রিমোটে AC বন্ধ করার পর সুইচ অফ করলেন না! তাতেও কি বাড়ে বিদ্যুৎ বিল!
তিন কিলো ওয়াটের সোলার প্ল্যান্ট (PM Surya Ghar) বসানোর জন্য খরচ হবে, প্রায় ১.৫ লক্ষ টাকা। এর মধ্যে কেন্দ্রীয় সরকার ভর্তুকি হিসেবে দেবে ৭৮ হাজার টাকা। এবং ৬৭ হাজার টাকা ব্যাংক লোন হিসাবে দেওয়া হবে। এই ক্ষেত্রে বেঙ্গলি অতিরিক্ত ০.৫% সুদ নিতে পারবে। শুধুমাত্র ভারতের স্থায়ী বাসিন্দারাই এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন। এছাড়াও সুবিধা গ্রহণ করার জন্য সেই পরিবারের একটি স্থায়ী বাড়ি থাকা প্রয়োজন। বাড়িতে সৌর প্যানেল যুক্ত করার মতো উপযুক্ত ছাদও থাকতে হবে। বৈধ বৈদ্যুতিক পরিষেবা সংযুক্ত থাকতে হবে বাড়িটির সাথে।
পরিবারের একজন সদস্যই সোলার প্যানেল (PM Surya Ghar) বসানোর সুযোগ পাবেন। এই সুবিধা নিতে গেলে অন্য কোন ভর্তুকির জন্য আবেদন করতে পারবে না সেই পরিবার। সৌর প্যানেল বসানোর জন্য আবেদন করতে পিএম সূর্য ঘর ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইডে গিয়ে সোলার প্যানেল বসানোর আবেদন করতে হবে। আবেদনপত্রে রাজ্য, সংযুক্ত বিদ্যুৎ সংস্থার নাম এবং ব্যক্তির গ্রাহক নম্বর লিখতে হবে। এছাড়াও বৈধ পরিচয় পত্র ও স্থায়ী বাসস্থানের ঠিকানার প্রমাণপত্র জমা করতে হবে। আর দিতে হবে ছাদের মালিকানার প্রমাণপত্র সহ বাড়ির বিদ্যুতের বিল।