দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করলো জাতীয় Congress

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাম, কংগ্রেস এবং আইএসএফ এই তিন দল এবার বাংলা বিধানসভা নির্বাচনে একজোট হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। তাদের এই জোটের নাম দেওয়া হয়েছে সংযুক্ত মোর্চা। এই তিন দলের মূল বিরোধিতা রাজ্যের শাসকদল তৃণমূল এবং কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে হলেও আসন নিয়ে সমঝোতায় আসতে বেশ কয়েকটা দিন সময় লেগে যায়।

Advertisements

Advertisements

দফায় দফায় আলোচনা এবং দরকষাকষির পরে অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় বিধানসভা নির্বাচনে এবার কংগ্রেস ৯২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ৩৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আব্বাস সিদ্দিকীর দল আইএসএফ। বাকির আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করবে বাম এবং তাদের শরিক দলগুলি।

Advertisements

আসন নিয়ে সমঝোতা হওয়ার পর কংগ্রেসের তরফ থেকে প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। যে প্রার্থী তালিকায় তারা ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রথম এবং দ্বিতীয় দফার নির্বাচনে। আর এরপর রবিবার জাতীয় কংগ্রেসের তরফ থেকে আরও ৩৪টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হলো।

কংগ্রেসের ৩৪ জন প্রার্থী এবং তাঁদের কেন্দ্রের নাম

[aaroporuntag]
এদিন জাতীয় কংগ্রেসের তরফ থেকে যে সকল প্রার্থী এবং তাঁদের কেন্দ্রের নাম ঘোষণা করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আব্দুল মান্নান, যিনি চাঁপাদানি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শংকর মালাকার, প্রতিদ্বন্দিতা করবেন মাটিগাড়া-নকশালবাড়িতে। বীরভূমের হাঁসন বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিল্টন রশিদ।

Advertisements