কুর্নিশ, আটপৌরে শাড়ি পরে রাস্তার উপর চমকে দেওয়া 3D রাস্তা আঁকলেন বাঙালি গৃহবধূ

নিজস্ব প্রতিবেদন : 3D ছবি আঁকা এবং এই ধরনের ছবির প্রতি এখন দিন দিন ঝোঁক বাড়তে দেখা যাচ্ছে। রাস্তাঘাটে এমন ভাবে 3D ছবি আঁকা হয় যা দেখে পথ চলতি মানুষদের অনেক সময় থমকে দাঁড়াতে দেখা যায়। আচমকা 3D ছবিতে আঁকা কোন কিছু সাধারণ মানুষের চোখে অনায়াসে ধুলো দিয়ে দেয়। এবার এই রকমই আটপৌরে শাড়ি পরে রাস্তায় বাঙালি এক গৃহবধূ এমন এক ছবি আকলেন যাকে কুর্নিশ জানাচ্ছেন গোটা বিশ্ব।

ওই বাঙালি গৃহবধূ রাস্তার ওপর যেভাবে 3D রাস্তা এঁকেছেন তার রীতিমত চমকে দিয়েছে নেট দুনিয়াকে। তার ছবি আঁকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয় এবং তারপরেই সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করে। বর্তমানে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলার পাশাপাশি ভিডিওটি যারাই দেখছেন তারাই ওই বাঙালি গৃহবধুর প্রশংসায় পঞ্চমুখ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই গৃহবধূর 3D ছবিতে দেখা যাচ্ছে, তিনি রাস্তার উপর একটি রাস্তা আঁকছেন। ইটের পাঁচিল দেওয়া রাস্তা যেমন হয়ে থাকে ঠিক সেই রকমই আরেকটি রাস্তা তিনি এঁকেছেন রাস্তার উপর। কোন রকম প্রযুক্তি ব্যবহার না করে সম্পূর্ণ নিজস্ব কেরামতিতে ওই গৃহবধূ যেভাবে এমন ছবি তুলে ধরেছেন তা সত্যিই প্রশংসনীয়। ছবিটি এতটাই নিখুঁতভাবে আঁকা হয়েছে যে কোনটি আসল রাস্তা তা খুঁজে পেতে দ্বন্দ্বে পড়তে হচ্ছে নেট দুনিয়ার বাসিন্দাদের।

রাস্তার উপর এইভাবে ইটের পাঁচিল দেওয়া 3D রাস্তা একে যে গৃহবধূ ভাইরাল হয়েছেন তার পরিচয় অবশ্য এখনো সামনে আসেনি। তবে ওই গৃহবধূ পেশায় একজন শিক্ষিকা বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি জানা যাচ্ছে ওই গৃহবধূ পশ্চিমবঙ্গেরই কোন এক গ্রামের বাসিন্দা। পেশায় শিক্ষিকা ওই গৃহবধূ মাঝে মাঝেই স্কুলে এই ধরনের আর্ট করে থাকেন।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর ইতিমধ্যেই তা ১৫ লক্ষের বেশি মানুষ দেখেছেন। আর এই বিপুলসংখ্যক মানুষ এমন ভিডিও দেখার পর ওই গৃহবধূর নিখুঁতভাবে 3D ছবি আঁকার পারদর্শিতা দেখে রীতিমতো তাজ্জব হয়েছেন।