Highest Earning Train in India: ভারতের এই ট্রেনটি সাক্ষাৎ লক্ষ্মী! রেলকে দেয় সবচেয়ে বেশি টাকা

Prosun Kanti Das

Published on:

This is the Highest revenue-earning Train in India: সাশ্রয় মূল্যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার অন্যতম মাধ্যম হলো রেল পরিবহন। যে পরিবহনের মাধ্যমে ভ্রমণ করা যেমন আরামদায়ক তেমন খরচ-খরচাও কম। এদিক থেকে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক হিসেবে পরিচিত রয়েছে ভারতীয় রেল। সাধারণ মানুষের নিত্যদিন কর্মস্থানে যাওয়ার অন্যতম ভরসা এই রেল নেটওয়ার্ক। কিন্তু অনেকেই জানেনা ভারতে চলাচলকারী ট্রেনগুলির মধ্যে কোন ট্রেন ভারতের সাক্ষাৎ লক্ষ্মী (Highest Earning Train in India)। আয়ের দিক থেকে কোন ট্রেন উন্নত। আজকের প্রবন্ধে সেই তালিকায় প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে আমাদের দেশের রেলরুটে যে ট্রেনগুলি ছুটে তা হল বন্দে ভারত, রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন। এছাড়াও ছুঠে চলেছে মালবাহী ট্রেন। সব মিলিয়ে ভারতীয় রেল দ্বারা প্রায় ১৩ হাজার ট্রেন দেশের নানা প্রান্তে ছুটে চলেছে। কিন্তু তার মধ্যে রয়েছে ভারতের লক্ষ্মী ট্রেন (Highest Earning Train in India)। যে ট্রেন ভারতের রেলওয়ে কোষাগারে বেশি অর্থ দিয়ে পূরণ করেছে। কোন ট্রেন ইঙ্গিত করতে পারছেন?

কি ভাবছেন সর্বোচ্চ আয়ের দিক থেকে বন্দে ভারত এই তালিকায় প্রথম রয়েছে, আজ্ঞে না, ২০২২-২৩ সালের পরিসংখ্যান বলছে, উত্তর রেলওয়ের সর্বোচ্চ আয় করা ট্রেন হল ব্যাঙ্গালোর রাজধানী এক্সপ্রেস। এই বছরে যে ট্রেনে যাতায়াত করেছেন প্রায় ৫ লাখেরও বেশি মানুষ। যে ট্রেনটির রুট হল হযরত নিজামুদ্দিন থেকে কেএসআর বেঙ্গালুরু। সর্বোচ্চ ১৭৬ কোটি টাকা আয় করেছে এই বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস। যা জানিয়েছে উত্তর রেলওয়ে।

আরও পড়ুন ? Vande Bharat Metro First Look: সামনে এলো বন্দে ভারত মেট্রোর ফার্স্ট লুক! দেখে নিন কি কি সুবিধা রয়েছে এই ট্রেনে

সর্বোচ্চ উপার্জনকারী (Highest Earning Train in India) ট্রেনগুলির মধ্যে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস। যার রুট হল নতুন দিল্লি রেলওয়ে স্টেশন থেকে পশ্চিমবঙ্গের শিয়ালদহ রেলওয়ে স্টেশন। ২০২২-২৩ অর্থবর্ষে ১২৮ কোটি টাকা উপার্জন করে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ট্রেন হলে শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস। এই ট্রেনে ভ্রমণ করেছেন প্রায় ৫ লাখের বেশি মানুষ।

১২৬ কোটি টাকা আয় করে তৃতীয় স্থান দখল করেছে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। যে ট্রেনটি চলাচল করে নিউ দিল্লী থেকে ডিব্রুগড় পর্যন্ত। রাজধানী এক্সপ্রেস দখল করেছে চতুর্থ স্থান। ২০২২-২৩ সালে সংগ্রহ করেছে ১২২ কোটি টাকা। নয়া দিল্লি টু মুম্বাই সেন্ট্রাল পর্যন্ত রুট রয়েছে। এই তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে দিল্লি থেকে কানপুর রুটে চলা দিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। যার উপার্জনকারী অর্থ হলো ১১৬ কোটি টাকা।