বনগাঁ শাখার যাত্রীদের জন্য সুখবর, সহজ হবে যাত্রা, ঠাকুরনগরের পাতা হবে নতুন লাইন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ট্রেনের উপর ভর করে কোন যাত্রীরা না এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। ট্রেনের উপর এমন নির্ভরশীলতার কথা মাথায় রেখেই রেলের (Indian Railways) তরফ থেকে প্রতিনিয়ত রেল পরিষেবাকে আরও সাজিয়ে তোলার প্রচেষ্টা চালানো হয়। কেননা রেল পরিষেবার ওপর ভর করে প্রতিদিন অন্ততপক্ষে দেশের প্রায় এক কোটি মানুষ যাতায়াত করে থাকেন।

Advertisements

ভারতবর্ষে যে সকল ব্যস্ততম রেল রুট রয়েছে সেই সকল রুটের মধ্যে অন্যতম হলো শিয়ালদা বনগাঁ রুট (Sealdah Bangaon)। প্রতিদিন এই রুটগুলিতে যাত্রীরা লোকাল ট্রেনে বাদুর ঝোলার মতো যাতায়াত করে থাকেন। যে কারণে এই রুটে সব সময় যাত্রীদের দাবি অনেক বেশি লক্ষ্য করা যায়। এবার সেই সকল দাবি দাওয়া মেনে যাত্রীদের সফল আরও সহজ করতে নতুন লাইন পাতার সিদ্ধান্ত নেওয়া হল।

Advertisements

গত সোমবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সান্তনু ঠাকুর শিয়ালদহ বনগাঁ শাখার ঠাকুরনগর রেল স্টেশনে তৃতীয় লাইন পাতার শিল্যান্যাস করেন। একইসঙ্গে ওই দিন ঠাকুরনগর রেল স্টেশনের এক এবং দুই নম্বর প্লাটফর্মের সম্প্রসারণের কাজের শিল্যান্যাস হল। রেল সূত্রে জানা গিয়েছে, এই দুটি প্ল্যাটফর্ম সম্প্রসারণ করে ৬০০ মিটার করা হবে। যাতে করে প্ল্যাটফর্ম দুটিতে ২৪ কোচের ট্রেন দাঁড়াতে পারে।

Advertisements

রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের কষ্ট লাঘব করার জন্য নতুন লাইন পাতার কাজ শুরু করা হচ্ছে। এছাড়াও নতুন এই লাইন পাতার কাজ শেষ হলে অথবা তার আগেই নতুন ট্রেনের সূচনা হতে পারে। এর পাশাপাশি ঠাকুরনগর রেল স্টেশনে যাত্রীদের আরও একগুচ্ছ সুবিধা দেওয়ার জন্য প্ল্যাটফর্মে নতুন শেল্টার, যাত্রীদের বসার জায়গা এবং পানীয় জলের বন্দোবস্তের জন্য ওয়াটার বুথ করা হবে।

এছাড়াও এক নম্বর প্লাটফর্ম থেকে দুনম্বর এবং তিন নম্বর প্লাটফর্মে যাওয়ার জন্য একটি ফুট ওভারব্রিজ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও তৈরি করা হবে একটি ভিআইপি লাউঞ্জ। রেল সূত্রে জানা গিয়েছে, পুরো এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য রেলের তরফ থেকে ২৯ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisements