অপেক্ষার দিন, সোমবার থেকে বাংলায় ছুটবে তৃতীয় বন্দে ভারত, দেখে নিন চূড়ান্ত সময়সূচী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) হল ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের মেরুদন্ড। প্রতিদিন দেশের হাফ কোটির বেশি মানুষ ট্রেনের ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। রেল পরিষেবার ব্যাপক এই চাহিদার কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফ থেকেও প্রতিনিয়ত রেল পরিষেকাকে আরও উন্নত থেকে উন্নততর করা হচ্ছে। রেল পরিষেবাকে উন্নত থেকে উন্নততর করার মূল পদক্ষেপ হিসাবে দেশের মাটিতে চালু হয়েছে দেশীয় প্রযুক্তির বন্দে ভারত (Vande Bharat express)।

Advertisements

ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই ১৭টি বন্দে ভারত এক্সপ্রেস এক রুট থেকে অন্য রুটে দ্রুত গতিতে ছুটে চলেছে। এর মধ্যে আবার দুটি বন্দে ভারত এক্সপ্রেস বাংলার বুকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করছে। একটি বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে ৬ দিন যাতায়াত করছে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং অন্য একটি বন্দে ভারত সপ্তাহে ছয় দিন যাতায়াত করছে হাওড়া থেকে পুরী। আর এবার বাংলার তৃতীয় বন্দে ভারতের পালা।

Advertisements

বাংলার তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হবে সোমবার। ট্রেনটির উদ্বোধন করা হবে গুয়াহাটি রেল স্টেশন থেকে। দুপুর ১২টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবুজ পতাকা দেখিয়ে এই ট্রেনের উদ্বোধন করবেন। এটি হতে চলেছে পশ্চিমবঙ্গের তৃতীয় এবং উত্তর-পূর্ব ভারত তথা আসামের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। উদ্বোধনের দিন ট্রেনটি কামাখ্যা, রঙ্গিয়া জংশন, নলবাড়ি, বিজনি, নিউ বনগাইগাওঁ, কোকরাঝাড়, ফকিরগ্রাম জংশন, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, ধূপগুড়িতে দাঁড়াবে। তবে যাত্রী পরিষেবা শুরু হয়ে যাওয়ার পর নির্ধারিত স্টেশনগুলি ছাড়া অন্য কোথাও স্টপেজ দেবে না।

Advertisements

বাণিজ্যিকভাবে ট্রেনটির যাত্রা শুরু হওয়ার পর মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল ৬:১০ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবে। নিউ কোচবিহারে গিয়ে ট্রেনটি দাঁড়াবে ৭:৩৫ মিনিটে। এরপর ৭:৫০ মিনিটে বন্দে ভারত পৌঁছবে নিউ আলিপুরদুারে। এরপর সকাল ৮:৪০ মিনিটে ট্রেনটি পৌঁছবে কোকরাঝাড়ে। এরপর নিউ বনগাইগাওঁ স্টেশনে পৌঁছবে ৯:১৩ মিনিটে। ট্রেনটি কামাখ্যায় গিয়ে পৌঁছবে ১১:১৮ মিনিটে। এরপর ১১:৪০ মিনিটে এটি গুয়াহাটিতে পৌঁছবে।

ফেরার পথে গুয়াহাটি থেকে ছাড়বে বিকেল সাড়ে ৪ টের সময়। ট্রেনটি কামাখ্যায় পৌছবে ৪:৪০ মিনিটে। পরে নিউ বনগাইগাওঁ স্টেশনে বন্দে ভারত পৌঁছবে সন্ধ্যায় ৬:৩৫ মিনিটে। এরপর কোকরাঝাড়ে ট্রেনটি পৌঁছবে ৬:৫৬ মিনিটে। নিউ আলিপুরদুয়ারে ট্রেনটি পৌঁছবে সন্ধ্যা ৭:৪৮ মিনিটে। এরপর নিউ কোচবিহারে এসে পৌঁছবে রাত ৮:২ মিনিটে। এনজেপি-তে ট্রেনটি পৌঁছবে রাত ১০ টায়।

নিউ জলপাইগুড়ি থেকে আসামের গুয়াহাটি পর্যন্ত ৪১১ কিমি রাস্তা পাড়ি দিতে বন্ধে ভারত সময় নেবে প্রায় ৫ ঘন্টা ৫০ মিনিট। ট্রেনটি গড়ে ঘণ্টায় ৭৪.৭২ কিলোমিটার গতিবেগে ছুটবে। ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় ১১০ কিলোমিটার।

Advertisements