নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র আর কয়েকটি দিন তারপরেই এপ্রিল মাসের সমাপ্তি। এপ্রিল মাসের সমাপ্তি হওয়া মানে নতুন অর্থবর্ষের প্রথম মাসের সমাপ্তি হওয়া। আর এই এপ্রিল মাস শেষ হতে না হতেই মে মাসের শুরু থেকে চারটি অর্থনৈতিক বদল (Financial Rules Change) আসতে চলেছে। যে বদলের তালিকায় রয়েছে একাধিক ব্যাঙ্ক। এই সকল বদল আমজনতার পকেটে প্রভাব ফেলবে তা নিয়ে কোন সন্দেহ নেই।
১) মে মাসের শুরুতেই প্রথম যে বদলের কথা না বললেই নয় তা হল রান্নার গ্যাস (LPG)। যেহেতু এখন লোকসভা নির্বাচন চলছে তাই ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারে কোনরকম বদল আসবে না এমনটাই আশা করা হচ্ছে। তবে বদল আসতে পারে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রে।
২) যে সকল গ্রাহকদের ইয়েস ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তাদের প্রো ম্যাক্স অ্যাকাউন্ট থাকলে এবার থেকে ন্যূনতম ব্যালেন্স হিসাবে ৫০ হাজার টাকা রাখতে হবে। যদি এই নিয়ম না মানা হয় তাহলে এক হাজার টাকা চার্জ কাটা হবে। অন্যদিকে প্রো প্লাস ইয়েস রেসপেক্ট এসএ এবং ইয়েস এসেন্স এসএ-তে ন্যূনতম ব্যালেন্স ২৫ হাজার টাকা রাখতে হবে। দুটি নিয়ম না মানা যায় তাহলে ৭৫০ টাকা চার্জ দিতে হবে।
৩) আইসিআইসিআই ব্যাংকের যে সকল গ্রাহকরা গ্রামীণ এলাকার তাদের ডেবিট কার্ডের জন্য ৯৯ টাকা এবং শহরাঞ্চলের গ্রাহকদের ২০০ টাকা বার্ষিক ফি দিতে হবে। ২৫ পাতার প্রথম চেকবুক সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এবং পরবর্তী ক্ষেত্রে প্রতি পাতার জন্য ৪ টাকা করে নেওয়া হবে। অন্যদিকে IMPS চার্জ আগে যেখানে ২.৫০ টাকা ছিল, তা এখন বাড়িয়ে করা হচ্ছে ১৫ টাকা।
৪) এইচডিএফসি ব্যাংকের প্রবীণ গ্রাহকদের জন্য সিটিজেন কেয়ার FD স্কিমে বিনিয়োগ করার সুযোগ পাওয়া যাবে আগামী ১০ মে পর্যন্ত। এই স্কিমে পাঁচ থেকে দশ বছরের জন্য ৭.৭৫ শতাংশ সুদ যাওয়া হচ্ছে। এই প্রকল্পের আওতায় প্রবীণ নাগরিকরা পাঁচ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।