লকডাউনের মাঝেই দু’মাস পর সরকারি বাস চলাচল শুরু হলো বীরভূমে

হিমাদ্রি মন্ডল : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লাগু হয়েছে লকডাউন। এমত অবস্থায় রাজ্যে বন্ধ ছিল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব রকম সরকারি বাস পরিষেবা। শুধুমাত্র শ্রমিক স্পেশাল বাস চালানো হচ্ছিল রাজ্যের বিভিন্ন জায়গায়। এরপর দীর্ঘ দুমাস পর বুধবার থেকে রাজ্যে ৪০টি রুটে পরীক্ষামূলক ভাবে চালু হচ্ছে সরকারি বাস। যার মধ্যে বীরভূমের সিউড়ি ডিপো থেকে চালানো হচ্ছে যাত্রীদের জন্য উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস। বীরভূম থেকে উত্তরবঙ্গের তিনটি রুটে এবং দক্ষিণবঙ্গের একটি রুটে আজ থেকে চালানো হচ্ছে সরকারি বাস।

যদিও প্রথম পরীক্ষামূলকভাবে গত দু সপ্তাহ আগেই রাজ্যের ১৫ টি রুটে সরকারি বাস পরিষেবা চালু হয়। এরপর বুধবার থেকে এই রুটের সংখ্যা বাড়ানো হলো আরো ৪০ টি। অর্থাৎ বর্তমানে সর্বসাকুল্যে পঞ্চান্নটি রুটে চলবে সরকারি বাস। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ৫০% যাত্রী নিয়ে যাতায়াত করবে এই বাসগুলি। পাশাপাশি চালক এবং টিকিট কালেক্টরদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। PPE কিট পরে গাড়ি চালাবেন চালকেরা। এদিন সকাল ৬:৩০ টায় রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় উত্তরবঙ্গের একটি বাস এবং ওই একই টাইমে কলকাতার উদ্দেশে রওনা দেয় দক্ষিণবঙ্গের একটি বাস।

NBSTC ডিপো ইনচার্জ অচিন্ত্যকুমার লাহা জানান, এখন অল্প সংখ্যক যাত্রী নিয়েই যাতায়াত করবে বাসগুলি। যদি যাত্রীর সংখ্যা বাড়ে তাহলে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। পাশাপাশি যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বাসে যাত্রা করার সময় পড়তে হবে মাস্ক, থাকতে হবে স্যানিটাইজার এবং ৫০% যাত্রী নিয়েই যাতায়াত করবে এই বাসগুলি।