Sukanta Majumder Wife: সুকান্তর থেকে এক ইঞ্চি কম যান না স্ত্রী! পেশায় কী সুকান্ত জায়া!

The wife of Sukanta Majumder is not inferior in term of quality than him: ১৯ শে এপ্রিল ২০২৪ থেকে শুরু হয়ে গেছে লোকসভা ভোট গ্রহণ প্রক্রিয়া। এইবার মোট ৭ দফায় ভোটগ্রহণ করা হবে। তার মধ্যে ১৯ শে এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ২৬শে এপ্রিল ২০২৪ দ্বিতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হতে চলেছে। পশ্চিমবঙ্গের বালুরঘাট, রায়গঞ্জ ও দার্জিলিঙ এই তিনটি লোকসভা কেন্দ্রে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে। ২৬শে এপ্রিল ২০২৪ এর দ্বিতীয় দফার ভোটগ্রহণে পশ্চিমবঙ্গে তিনটি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট ৪৭ জন ভোট প্রার্থী লড়াইয়ে নেমেছেন। জয় নিশ্চিত করতে ভোট প্রচারে নেমেছেন পরিবারের সদস্যরাও (Sukanta Majumder Wife)।

বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্যতম ভোট প্রার্থী ডঃ সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিদ্যায় পিএইচডি করেছেন ডঃ সুকান্ত মজুমদার। বর্তমানে তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিদ্যার অধ্যাপক হিসেবে নিযুক্ত রয়েছেন। ৪৪ বছর বয়সী সুকান্ত মজুমদার শিক্ষকতার পাশাপাশি বেছে নিয়েছেন রাজনীতিকেও। ভারতীয় জনতা পার্টির অন্যতম সক্রিয় সদস্য হিসেবেই পরিচিত তিনি। স্বামীর সঙ্গে পায়ে পা মিলিয়ে চলছেন তার স্ত্রীও (Sukanta Majumder Wife)।

ডক্টর সুকান্ত মজুমদার রাজনীতিতে প্রবেশ করেছিলেন আরএসএসের হাত ধরে। বহুদিন আরএসএস এর সাথে যুক্ত থাকার পর ২০১৯ সালে প্রথমবার সংসদ হিসেবে নির্বাচিত হন। বর্তমানে ভারতীয় জনতা পার্টির দশম রাজ্য সভাপতি হিসেবে কাজ করছেন সুকান্ত মজুমদার। স্বামীর সিদ্ধান্তে সহমত পোষণ করে পাশে এসে দাঁড়িয়েছেন তার স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদার (Sukanta Majumder Wife)। ব্যক্তিগত জীবনে তিনিও শিক্ষকতার সাথেই যুক্ত। ভোটের লড়াইয়ে স্বামী ডক্টর সুকান্ত মজুমদারের জন্য সমানভাবে লড়াই করছেন স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদারও।

আরও পড়ুন 👉 Sukanta Majumdar Property: সম্পত্তিতে সুকান্ত মজুমদারকে টেক্কা স্ত্রী কোয়েলের! দেখে নিন দু’জন কত টাকার মালিক

জলপাইগুড়ির বাসিন্দা কোয়েল চৌধুরী মজুমদার (Sukanta Majumder Wife)। গণিত নিয়ে স্নাতক হবার পর বর্তমানে তিনি শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন। ২০১২ সালে ডক্টর সুকান্ত মজুমদারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন পরিবারের সম্মতিতে। তাঁদের দুটি কন্যা সন্তানও রয়েছে। পরিচয়ের শুরুর দিকে তেমন ভাবে রাজনীতির সাথে যুক্ত ছিলেন না সুকান্ত ভট্টাচার্য। মূলত আরএসএসের সমর্থক ছিলেন তিনি। পরবর্তীতে ২০১৯ সালে প্রকাশ্যে রাজনীতি শুরু করেন ভারতীয় জনতা পার্টির হাত ধরে। স্বামী যে দলের হয়েই কাজ করুন না কেন স্ত্রী হিসেবে সব সময় পাশে ছিলেন কোয়েল চৌধুরীর মজুমদার।

২০২৪ এ দ্বিতীয়বারের জন্য সংসদ হবার লড়াইয়ে নেমেছেন ডক্টর সুকান্ত মজুমদার। এবারও বালুরঘাট থেকেই ভোট প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তিনি। ব্যক্তিগত জীবন, চাকরি সব কিছু সামলে যতটুকু সময় পাচ্ছেন স্বামীর জন্য উজাড় করে দিচ্ছেন কোয়েল চৌধুরী মজুমদার (Sukanta Majumder Wife)। স্বামীকে সাহায্য করতে সরাসরি ভোট প্রচারে অংশগ্রহণ করেছেন তিনি। বালুরঘাট লোকসভার প্রত্যেকটা বাড়িতে বিজেপির পতাকা হাতে নিজেই পৌঁছে গেছেন স্বামীর হয়ে। এত লড়াইয়ের পর শেষমেষ জয় লাভ হবে কিনা তা তো ফল ঘোষণার পরই জানা যাবে। কিন্তু কোয়েল চৌধুরী মজুমদার স্বামীর ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী।