Portable AC: ইনস্টলেশনের ঝামেলার দিন শেষ! এবার এসে গেল পোর্টেবল এসি, সহজেই মিলবে ঠাণ্ডা বাতাস

Prosun Kanti Das

Published on:

Bring home Portable AC at a low cost to avoid installation hassles: প্রচন্ড তাপে নাজেহাল রাজ্যবাসী কাজের জন্য যাদের বাইরে বেরোতে হচ্ছে তাদের তো কষ্ট হচ্ছেই, ঘরেও টেকা যাচ্ছে না গরমের জন্য। শুধু ফ্যানের হাওয়ায় কাজ চলছে না। তাই এসির চাহিদা অনেকটাই বেড়ে গেছে মানুষের মধ্যে। কিন্তু এসি একটি দামি ইলেকট্রনিক্স গেজেট। এসি কেনা, ইনস্টলেশনের খরচা এবং পরে বিল সব কিছু মিলে অনেক টাকা খরচ হয় এসির পিছনে। তাই মধ্যবিত্ত পরিবারের পক্ষে এসি কেনাটা বিলাসিতা মাত্র। এই সমস্যা মেটাতে বাজারে চলে এলো পোর্টেবল এসি (Portable AC)।

গরমে আর কষ্ট করতে হবে না কাউকে। এসি নিয়েও আর কোনো ঝামেলাই করতে হবে না সাধারণ মানুষকে। নতুন বাজারে আসা এই পোর্টেবল এসি (Portable AC) সব সমস্যার সমাধান করতে পারবে বলে আশা করা হচ্ছে। অনেকেই এই এসি ব্যবহার করাও শুরু করেছেন। ঘরের যে কোনো জায়গায় এসিটিকে সেট করা যেতে পারে। ইনস্টলেশনের কোন ঝামেলা নেই। দাম সাধারণ এসির চেয়ে অনেক কম। তাই মধ্যবিত্ত পরিবারের পক্ষেও এই পোর্টেবল এসি ব্যবহার করা সম্ভব। মধ্যবিত্তদের সুবিধার্থে বিভিন্ন এসি কম্পানি পোর্টেবল এসি লঞ্চ করেছে বাজারে।

ক্রোমা: ১.৫ টনের একটি সাধারণ এসির দাম যেখানে ৫০ হাজার টাকা, সেখানে ক্রোমা কোম্পানির দেড় টনের পোর্টেবল এসির দাম মাত্র ৪৩ হাজার ৯৯০ টাকা। আর আপনি যদি অনলাইন ই-কমার্স সাইটগুলি থেকে এসিটা কিনতে চান, তাহলে বিভিন্ন ব্যাংক ডিসকাউন্ট এর মাধ্যমে আরো কিছুটা ছাড় পেতে পারেন এসির দামে। পোর্টেবল এসি (Portable AC) গুলি খুব সহজেই স্থানান্তরিত করা সম্ভব। ডিজাইনের দিক থেকেও এই পোর্টেবল এসি বেশ আকর্ষণীয়।

আরও পড়ুন ? AC Electric Bill Reduce Tricks: এসির ইলেকট্রিক বিল নিয়ে চিন্তার দিন শেষ! এই মোডে চালিয়ে লাগাম টানুন বিলে

ব্লু স্টার: ব্লুস্টার পোর্টেবল এসির (Portable AC) দাম মাত্র ৩৩ হাজার ৯৯০ টাকা। আপনি চাইলে ১ টনের এসিও ব্যবহার করতে পারেন। কিন্তু ১ টনের এসির চেয়ে ১.৫ টনের এসি অনেক তাড়াতাড়ি ঘর ঠান্ডা করতে সক্ষম। তাই বেশিরভাগ ক্ষেত্রে ১.৫ টনের এসি ব্যবহার করারই পরামর্শ দেওয়া হয়। পোর্টেবল এসি শুধু দামের দিক থেকে কম নয়, বিদ্যুৎ খরচ কমাতেও সাহায্য করে। এই এসি ব্যবহার করলে বিদ্যুতের খরচ তুলনামূলকভাবে সাধারণ এসির চেয়ে অনেক কম হয়, ফলে বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও অনেকটাই সাশ্রয় হয়।

লয়েড: লয়েডের পোর্টেবল এসির (Portable AC) বিদ্যুৎ খরচের পরিমাণ সাধারণ এসির চেয়ে ১৫ শতাংশ কম। এমনটাই দাবি করছে কোম্পানি। অনলাইন ই-কমার্স সাইট গুলোর মধ্যে শুধুমাত্র ফ্লিপকার্ট থেকেই এই এসি কিনতে পারবেন সাধারণ মানুষ। লয়েডের পোর্টেবল এসির দাম ২৯ হাজার ৯৯০ টাকা। তবে আপনি যদি ক্রেডিট কার্ডের সাহায্যে পেমেন্ট করেন, তাহলে দামের ক্ষেত্রে আরো কিছুটা ছাড় পাবেন। আপনি চাইলে এই এসি গুলিকে এক ঘর থেকে অন্য ঘরে নিয়ে যেতে পারবেন খুব সহজেই।