IRCTC Kedarnath Package: থাকা-খাওয়া, ঘোরার চিন্তা নেই! এবার কেদারনাথ সহ চারধাম দেখাতে নতুন প্যাকেজ আনল আইআরসিটিসি

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : আগামী ১০ মে ২০২৪ সালের জন্য খুলে যাবে কেদারনাথের দরজা। শীতের শুরুতেই যখন এই সকল মন্দির বরফে ঢাকা পড়ে যায় তখন তাদের দরজা বন্ধ করে দেওয়া হয়। তারপর আবার ধীরে ধীরে বরফ বলতে শুরু করলে মন্দিরের দরজা খুলে দেওয়া হয় এবং ভক্তদের আগমন ঘটতে শুরু করে। শুধু কেদারনাথ মন্দির নয়, পাশাপাশি ভরা শীতে বন্ধ করে দেওয়া হয় বদ্রিনাথ, গঙ্গোত্রী ও যমুনেত্রী মন্দিরের দরজাও।

কেদারনাথ মন্দিরের দরজা খোলার সময় থেকেই ভক্তদের রীতিমতো ভিড় নজরে আসতে দেখা যায়। আর এই মুহূর্তেই যখন ভক্তরা মুখিয়ে থাকেন কেদারনাথ সহ চারধাম ভ্রমণের জন্য, ঠিক সেই সময় পর্যটকদের সুবিধার জন্য আইআরসিটিসির তরফ থেকে একটি প্যাকেজ (IRCTC Kedarnath Package) ঘোষণা করা হলো। যে প্যাকেজের আওতায় ভ্রমণের জন্য থাকা-খাওয়া থেকে শুরু করে ঘোরা কোন কিছুর জন্য চিন্তা করতে হবে না।

আইআরসিটিসি-র তরফ থেকে নতুন যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে YATRA TO BADRINATH-KEDARNATH-GANGOTRI-YAMUNOTRI (CHARDHAM-NORTH INDIA) EX BHUBANESWAR। অর্থাৎ এই প্যাকেজ শুরু হবে ভুবনেশ্বর থেকে। অন্যান্য জায়গা থেকেও চারধাম ঘোরার জন্য প্যাকেজ ঘোষণা করা হয়েছে, তবে বাংলার বাসিন্দাদের ভুবনেশ্বর থেকেই প্যাকেজ নেওয়া সুবিধাজনক।

আরও পড়ুন ? Darjeeling Tour Cost Hiked: বিপাক বাড়ল দার্জিলিং ট্যুরে! এখন গাড়ি থেকে হোটেলের পিছনে খসছে বাড়তি এত টাকা

আইআরসিটিসির এই প্যাকেজের আওতায় ১১ রাত ও ১২ দিনের ভ্রমণ করানো হবে। পর্যটকদের প্রথমে ফ্লাইটে করে নিয়ে যাওয়া হবে এবং তারপর অন্যান্য যানবাহনের মাধ্যমে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানো হবে। ভুবনেশ্বর থেকে এই প্যাকেজের আওতায় পর্যটকদের আগামী ১২ জুন সফর শুরু করা হবে। যে সকল জায়গা এই প্যাকেজের আওতায় নিয়ে যাওয়া হবে সেগুলি হল বদ্রিনাথ, বারকোট, গঙ্গোত্রী, গুপ্তকাশি, হরিদ্বার, কেদারনাথ, সোনপ্রয়াগ, যমুনোত্রী।

প্যাকেজের আওতায় ১২ জুন সকাল ৭:৪৫ মিনিটে রওনা দেওয়া হবে এবং ২৩ জুন বিকাল ৭:২৫ মিনিটে ফিরে আসা হবে। এই প্যাকেজের জন্য যারা ভ্রমণ করতে চান তাদের মাথাপিছু খরচ করতে হবে ৬২ হাজার ২২০ টাকা। প্যাকেজ বুকিংয়ের জন্য আইআরসিটিসির ট্যুরিজমের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে খুব সহজেই বুকিং করা যাবে।