শনিবার শিয়ালদহ শাখায় ৪৩টি লোকাল বাতিল! বাড়ি থেকে বেরোনোর আগে দেখে নিন পুরো লিস্ট

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রেলের (Indian Railways) তরফ থেকে বিভিন্ন সময় তাদের পরিষেবায় রক্ষণাবেক্ষণের কাজ চালানো হয়। রক্ষণাবেক্ষণের কাজ চালানোর সময় রেল পরিষেবা ব্যাহত হয়ে থাকে। ঠিক সেই রকমই শিয়ালদহ দক্ষিণ শাখায় দমদম মেন লাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী শনিবার ৪৩টি লোকাল ট্রেন (Local Train) বাতিল সহ বেশ কয়েকটি ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণ করা হয়েছে।

Advertisements

যাত্রীদের যাতে কোনরকম অসুবিধা না হয় তার জন্য পূর্ব রেলের (Eastern Railway) তরফ থেকে আগেই বিজ্ঞপ্তি দিয়ে এইসব ট্রেন বাতিলের (Train Cancelled) খবর জানিয়ে দেওয়া হয়েছে। পূর্ব রেলের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, শুক্রবার রাত ১১ঃ৩৫ থেকে শনিবার সকাল ৭:৩৫ পর্যন্ত শিয়ালদহর ১২টি শাখায় মোট ৪৩টি লোকাল ট্রেন বাতিল থাকবে। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা।

Advertisements

আপ ৩৩৮১৩, ডাউন ৩৩৮১৪ শিয়ালদা বনগাঁ লোকাল। আপ ৩৩৬৫১, আপ ৩৩৬৫৩, ডাউন ৩৩৬৫২ এবং ডাউন ৩৩৬৫৪ শিয়ালদা-হাবরা লোকাল। আপ ৩৩৫১১ এবং ডাউন ৩৩৫১২ হাওড়া-হাসনাবাদ লোকাল। আপ ৩২২১১, আপ ৩২২১৩, আপ ৩২২১৫, আপ ৩২২১৭, আপ ৩২২১৯, ডাউন ৩২২১২, ডাউন ৩২২১৪, ডাউন ৩২২১৬, ডাউন ৩২২১৮ এবং ডাউন ৩২২২০ শিয়ালদা-ডানকুনি লোকাল। আপ ৩৩৬১৩, ডাউন ৩৩৬১২ এবং ডাউন ৩৩৬১৬ শিয়ালদা-দত্তপুকুর লোকাল।

Advertisements

আরও পড়ুন ? আরও সহজ হচ্ছে উত্তরবঙ্গ সফর! শিয়ালদহ থেকে নতুন ট্রেন দিল রেল, জানুন সময়সূচি

আপ ৩৩৫১৩ এবং ডাউন ৩৩৫১৪ শিয়ালদা-শান্তিপুর লোকাল। আপ ৩১৯১১ এবং ডাউন ৩১৯১৪ শিয়ালদা-গেদে লোকাল। আপ ৩১৮১৩, আপ ৩১৮১৫, ডাউন ৩১৮০২ এবং ডাউন ৩১৮১৪ শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল। আপ ৩১২১৩ এবং ডাউন ৩১২১৪ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল। আপ ৩১৪১১, ডাউন ৩৪০৫২, আপ ৩১০৫১, ডাউন ৩১৪২২, আপ ৩১৪৭১ এবং ডাউন ৩১৪১৮ শিয়ালদা-নৈহাটি-বজবজ লোকাল। আপ ৩৪১১৭ এবং ডাউন ৩৪১১৮ বজবজ-শিয়ালদা লোকাল। আপ ৩১৬১১, আপ ৩১৬১৫, ডাউন ৩১৬১২ এবং ডাউন ৩১৬১৪ শিয়ালদা-রানাঘাট লোকাল।

এর পাশাপাশি শনিবার ১৩১৭৫ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল ৬:৩০ মিনিটের পরিবর্তে ছাড়বে সকাল ৭:৩৫ মিনিটে। ১৩১১৩ হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনটি ও নির্ধারিত সময়ের পরিবর্তে ছাড়বে সকাল ৭:৫০ মিনিটে। একইভাবে ১৩১০৮ মৈত্রী এক্সপ্রেস সকাল ৭:১০ মিনিটের পরিবর্তে বাংলাদেশের দিকে রওনা দেবে সকাল ৮:০৫ মিনিটে।

Advertisements