আরও সহজ হচ্ছে উত্তরবঙ্গ সফর! শিয়ালদহ থেকে নতুন ট্রেন দিল রেল, জানুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদন : ঘুরতে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রতিদিনই হাজার হাজার মানুষ উত্তরবঙ্গ (North Bengal) সফর করে থাকেন। উত্তরবঙ্গ সফরের চাহিদা এতটাই বেশি থাকে যে ট্রেনে সব সময় টিকিট পাওয়া যায় না। টিকিটের এমন চাহিদার পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গের জন্য আরও ট্রেনের প্রয়োজন তা বারবার বলে আসছেন যাত্রীরা। এবার যাত্রীদের সেইসব দাবি দেওয়ার একটি পূরণ হল। কলকাতা থেকে উত্তরবঙ্গের জন্য রেলের (Indian Railways) তরফ থেকে নতুন একটি ট্রেনের ঘোষণা করা হলো।

যেখানে প্রতিদিনই উত্তরবঙ্গ সফরের জন্য যাত্রীদের ট্রেনের টিকিটে ব্যাপক চাহিদা থাকে সেই জায়গায় নতুন ট্রেনের ঘোষণা মানেই স্বস্তি। এবার আরও সহজে যাত্রীরা উত্তরবঙ্গের পথে রওনা দিতে পারবেন। কেননা ট্রেন বৃদ্ধি পেলে যাত্রীদের টিকিটের চাহিদা কিছুটা হলেও কমবে। এখন যাত্রীরা অনেক বেশি কনফার্মেশন টিকিট পাবেন। রেলের তরফ থেকে নতুন যে ট্রেনটির ঘোষণা করা হয়েছে সেই ট্রেনটি প্রতিদিন শিয়ালদহ রেল স্টেশন থেকে বালুরঘাট রেল স্টেশন যাতায়াত করবে।

শিয়ালদা থেকে বালুরঘাট এবং বালুরঘাট থেকে শিয়ালদা নতুন ট্রেন চালু হবে এই খবর আমরা আগেই জানিয়েছিলাম। আমাদের সেই খবরে শিলমোহর দিয়ে অবশেষে শুক্রবার নতুন এই ট্রেনটির ঘোষণা করলো রেল। যদিও রেলের তরফ থেকে এখনই জানানো হয়নি কবে থেকে এই ট্রেনটি যাত্রা শুরু করবে। নির্ধারিত দিন জানানো না হলেও রেলের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি ট্রেনটি যাত্রা শুরু করবে।

আরও পড়ুন 👉 গুচ্ছেক ট্রেন বাতিলের মাঝেও রয়েছে উত্তরবঙ্গ পৌঁছানোর উপায়! কীভাবে চলুন দেখে নেওয়া যাক

নতুন এই ট্রেনটি প্রতিদিন শিয়ালদহ রেল স্টেশন থেকে রাত ১০ঃ৩০ মিনিটে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটি বালুরঘাট পৌঁছাবে পরদিন সকাল ৮:৩০ মিনিটে। অন্যদিকে সন্ধ্যা ৭ টার সময় বালুরঘাট থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে ট্রেনটি এবং শিয়ালদা এসে পৌঁছাবে পরদিন ভোর ৪:২০ মিনিটে। দূরপাল্লার এই রাস্তা যাতায়াত করার জন্য দুটি রেক দেওয়া হবে।

শিয়ালদা-বালুরঘাট এবং বালুরঘাট-শিয়ালদা দূরপাল্লার এই ট্রেনটি শিয়ালদা এবং বালুরঘাট রেল স্টেশন ছাড়াও স্টপেজ দেবে নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা, মালদা টাউন, একলাখী, গাজোল, বুনিয়াদপুর, গঙ্গারামপুর এবং রামপুরে। শিয়ালদা থেকে যাওয়ার পথে ট্রেনটি মালদা টাউন রেল স্টেশন পৌঁছাবে ভোর ৫:৪০ মিনিটে এবং শিয়ালদা ফেরার পথে মালদা টাউন স্টেশন পৌঁছাবে রাত ৯:৪০ মিনিটে।