নিজস্ব প্রতিবেদন : প্রথম থেকেই একটা জল্পনা ছিল যে শনিবার মেদিনীপুরে অমিত শাহের হাত ধরে গেরুয়া শিবিরে যখন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দেবেন তখন একটা বড় ধামাকা থাকবে। আর সময় যত এগিয়ে আসছে ততই সেই ধামাকা সামনে আসতে শুরু করেছে। এখনো পর্যন্ত যেটুকু খবর পাওয়া গেছে তাতে ৯ বিধায়ক, ১ সাংসদ, ১ প্রাক্তন সাংসদ সহ মোট ১১ বিধায়ক-সাংসদ যোগ দিতে চলেছেন গেরুয়া শিবিরে। আর এই তালিকায় অন্যান্যদের মিলে রয়েছে ৪৩ জন। যা অভাবনীয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
যেসকল বিধায়করা গেরুয়া শিবিরের নাম লেখানোর তালিকায় রয়েছেন
রাজ্যের বর্তমান ৯ বিধায়ক এই তালিকায় রয়েছেন। যাদের মধ্যে ৬ জন বিধায়ক তৃণমূলের এবং বাকি তিনজন অন্যান্য দলের। এই সকল বিধায়করা হলেন উত্তর কাঁথি বিধানসভার বিধায়ক বনশ্রী মাইতি (তৃণমূল), হলদিয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক তাপসী মন্ডল (সিপিআইএম), তমলুক বিধানসভার বিধায়ক অশোক কুমার দিন্দা (সিপিআই), পুরুলিয়া বিধানসভার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় (কংগ্রেস), কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু (তৃণমূল), পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এর বিধায়ক সৈকত পাঁজা (তৃণমূল), ব্যারাকপুর এর বিধায়ক শীলভদ্র দত্ত (তৃণমূল), মালদার গাজোলের বিধায়ক দিপালী বিশ্বাস (সিপিআইএম), জলপাইগুড়ি জেলার নাগ্রাকাটার বিধায়ক সুক্রা মুন্ডা (তৃণমূল)।
এর পাশাপাশি বর্তমান সাংসদ হিসাবে পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল শুভেন্দু অধিকারীর সাথে গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন নিশ্চিত। এছাড়াও তৃণমূলের প্রাক্তন সাংসদ দশরথ তীরও এদিন গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন। অন্যদিকে আরও এক ব্যক্তির নাম রয়েছে তালিকায় যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী। তিনি হলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।