দীঘায় এবার ডবল মজা! নামছে এসি বাস, মাত্র ১০০ টাকায় হবে মেরিন ড্রাইভ

নিজস্ব প্রতিবেদন : পূর্ব মেদিনীপুরের দীঘা (Digha) সমুদ্র সৈকত এমন একটি সমুদ্র সৈকত যেখানে বছরের প্রায় অধিকাংশ সময় পর্যটকদের ভিড়ে জমাতে দেখা যায়। এই সমুদ্র সৈকতে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি ভিন রাজ্য এমনকি বিদেশ থেকেও পর্যটকদের ভিড় জমে। যে কারণে এই সমুদ্র সৈকতকে সাজিয়ে তোলা থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে পরিষেবা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নানান পদক্ষেপ গ্রহণ করা হয়। ঠিক সেই রকমই এবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (SBSTC) এমন এক ব্যবস্থা গ্রহণ করছে যাতে পর্যটকদের দীঘা ভ্রমণের আনন্দ হয়ে যাবে দ্বিগুণ।

দীঘা ঘুরতে গিয়ে অনেক পর্যটক রয়েছেন যারা দীঘা ছাড়াও নিকটবর্তী তাজপুর সমুদ্র সৈকত, মন্দারমনি সমুদ্র সৈকত, মেরিন ড্রাইভ সহ আরও বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান। এক্ষেত্রে সেখানকার স্থানীয় যানবাহন ভাড়া করার জন্য প্রচুর টাকার খসাতে হয়। এই জায়গায় যাতে পর্যটকরা স্বস্তি পান অর্থাৎ তাদের খরচ যেন কমে সেই জন্য এবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে রাষ্ট্রীয় পরিবহন নিগম। তাদের তরফ থেকে নামানো হচ্ছে এসি বাস। এই সকল এসি বাসে মাত্র ১০০ টাকাতেই বিভিন্ন জায়গা ঘুরে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে ২০১৯ সালে এই ধরনের পাঁচটি ব্যাটারি চালিত এসি বাস চালু করা হয়েছিল। এই সকল বাস চালু করার পর ব্যাপক জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। সেই সময় পর্যটকদের দীঘার বিভিন্ন জায়গার পাশাপাশি পার্শ্ববর্তী জায়গা ঘোরানোর জন্য নেওয়া হতো মাত্র ১০০ টাকা। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কারণে সেই সকল বাস বন্ধ হয়ে যায়। এবার সেই বাসগুলি পুনরায় নামানোর জন্য তৎপরতা শুরু করেছে এসবিএসটিসি।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে জানা গিয়েছে, আগের মত ফের যে পাঁচটি মিনিবাস নামানোর পরিকল্পনা করা হয়েছে সেগুলি মূলত মেরিন ড্রাইভ করবে। এর পাশাপাশি দীঘা সংলগ্ন উদয়পুর, মন্দারমনি, তাজপুর সহ বিভিন্ন জায়গা ঘুরে দেখাবে পর্যটকদের। আগে এই সকল বাসে ঘুরে বেড়ানোর জন্য যাত্রী প্রতি ১০০ টাকা করে নেওয়া হতো। এবার এই সকল বাস ফের নামানো হচ্ছে তখন ভাড়া বাড়ানো হবে না।

কবে চালু হবে এই সকল বাস? দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দীঘা ডিপো ইনচার্জ সোমনাথ ঘোষ জানিয়েছেন, ভাড়া এবং ঘুরে দেখানোর জায়গা অথবা প্যাকেজ সম্পর্কে এখনো চূড়ান্ত অর্ডার এসে পৌঁছায়নি। তবে তা খুব তাড়াতাড়ি চলে আসবে এবং সেই অর্ডার চলে এলেই এই সকল বাস পুনরায় রাস্তায় দৌড়াবে। আনুমানিক তারিখ হিসেবে মনে করা হচ্ছে ৮ অথবা ৯ অক্টোবর। দীঘায় যে বাসগুলি পুনরায় নামতে চলেছে সেগুলি একবার চার্জ দিলে ৭০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে বলে জানা যাচ্ছে।