Inverter or Non Inverter AC: কেন ইনভার্টার এসিতে ইলেকট্রিক বিল কম আসে! টেকনোলজিতেই রয়েছে আসল খেলা

Prosun Kanti Das

Published on:

Inverter or Non-Inverter AC in which electric bill comes less: গরমের দাপটের হাত থেকে বাঁচতে বাজারে এসি বিক্রি হওয়ার পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। এসি এখন আর সৌখিনতার পর্যায়ে পড়ে না, দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হিসেবে পরিণত হয়েছে এসি। বাড়িতে সাধারণত ১ টন, ১.৫ টন বা ২ টনের এসি ব্যবহার করা হয়। বর্তমানে ২ ধরনের এসির কথা খুব শোনা যায়, ইনভার্টার এসি ও নন ইনভার্টার এসি (Inverter or Non Inverter AC)। দুটির মধ্যে পার্থক্য ঠিক কি? কোনটি ব্যবহারে বিদ্যুৎ খরচ কম হয়? এসব প্রশ্নের উত্তর পেতে চাইলে আজকের প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে।

ইনভার্টার এসির ক্ষেত্রে এসির কম্প্রেসার মোটরটি তার গতির উপর নিয়ন্ত্রণ করে। একবার ঘর ঠান্ডা হয়ে যাওয়ার পর এসিটি নিজে থেকেই শক্তি সঞ্চয় করতে শুরু করে। রুমের টেম্পারেচার এর উপর নির্ভর করে প্রয়োজনমতো ঘরকে ঠান্ডা করতে সাহায্য করে ইনভার্টার এসি। নিজে থেকেই মোটরের গতি প্রয়োজন মত কমে যায় আবার প্রয়োজনমতো বেড়েও যেতে পারে।

এছাড়াও ইনভার্টার এসি নিজে থেকেই এসির পাওয়ার ডিসি থেকে এসিতে রূপান্তরিত করতে পারে। অর্থাৎ একদিকে যেমন ঘর ঠান্ডা করবে, অন্যদিকে বিদ্যুৎ বিল কমাতে সাহায্যও করবে ইনভার্টার এসি (Inverter or Non Inverter AC)। এসি চালানোর পর বিদ্যুৎ খরচের পরিমাণ এক ইউনিট অতিক্রম করার আগেই, নিজে থেকেই এসির পাওয়ার ডিসি থেকে এসিতে রূপান্তরিত করে দেয় ইনভার্টার এসি। যারা বিদ্যুতের বিল বাঁচানোর জন্য সৌরশক্তিকে ব্যবহার করেন তাদের জন্য এই ধরনের এসি খুবই উপকারী।

আরও পড়ুন ? Amazon Smart Summer Sale: হাফ দামে এসি! পাবেন নামিদামী ব্র্যান্ড, Amazon দিচ্ছে দুর্দান্ত সুযোগ, হাতে সময় কম

নন ইনভার্টার এসির ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যায় না। নন ইনভার্টার এসির (Inverter or Non Inverter AC) কম্প্রেসার মটোরটি একটি নির্দিষ্ট গতিতে চলতে থাকে। যতক্ষণ মটোরটি চলবে, ততক্ষণ ঘরের তাপমাত্রাও কমতে থাকবে। ঘরে তাপমাত্রা কমে গেলে মোটোরটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়, আবার ঘরের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করলে মটোরটি নিজে থেকেই চালু হয়ে যায়। একা একা বন্ধ হওয়া এবং চালু হওয়ার প্রক্রিয়ার জন্য, বিদ্যুৎ খরচের পরিমাণ বেশি হবার সম্ভাবনা থাকে নন ইনভার্টার এসির ক্ষেত্রে।

বিদ্যুৎ খরচের দিক থেকে সাশ্রয় করে ঠিকই কিন্তু ইনভার্টার এসির পার্টসের দাম তুলনামূলকভাবে অনেকটাই বেশি। উল্টোদিকে নন ইনভার্টার এসির পার্টসের দাম ইনভার্টার এসির (Inverter or Non Inverter AC) তুলনায় অনেকটাই কম। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এসি কেনার পরিমাণ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। সারা ভারত জুড়ে এসির চাহিদা এতটাই বেড়ে গেছে যে, এসি প্রস্তুতকারী সংস্থাগুলি রীতিমতো হিমশিম খাচ্ছে এসির যোগান দিতে গিয়ে। আপনিও যদি এসি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এসি কেনার আগে সব দিক ভালো করে বিবেচনা করে তবেই কিনবেন।