Amazon Smart Summer Sale: হাফ দামে এসি! পাবেন নামিদামী ব্র্যান্ড, Amazon দিচ্ছে দুর্দান্ত সুযোগ, হাতে সময় কম

Prosun Kanti Das

Published on:

Get AC at half price in Amazon Smart Summer Sale: অতিরিক্ত গরমে নাজেহাল মানুষ। বাড়ছে বিভিন্ন ইলেকট্রনিক আইটেমের চাহিদাও। এই পরিস্থিতির মাঝে অ্যামাজন তার গ্রাহকদের জন্য নিয়ে এলো সুখবর। শীঘ্রই শুরু হতে চলেছে অ্যামাজন গ্রেট সামার সেল ২০২৪ (Amazon Smart Summer Sale)। প্রতিটি ইলেকট্রনিক্স গেজেটসের কেনা বেচায় থাকবে নজর কারা অফার। প্রতিটি আইটেমের দামে ৬৫% পর্যন্ত ছাড় পেতে পারেন গ্রাহকরা। সেলের সময়, বিভিন্ন অফার ইত্যাদি সংক্রান্ত বিস্তারিত তথ্য রইল আজকের প্রতিবেদনে।

এই গরমের হাত থেকে বাঁচতে এসি, ফ্রিজ, ফ্যান ইত্যাদি কেনার প্রবণতা অনেকটাই বেড়ে গেছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়াও, শীত, গ্রীষ্ম, বর্ষা স্মার্টফোনের চাহিদা সবসময়ই তুঙ্গে। আপনিও কি আপনার বাড়ির জন্য এসি কিংবা ফ্রিজ কেনার কথা ভাবছেন? কিম্বা আপনার পুরনো স্মার্টফোনটা বদলে নতুন একটা স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য সুখবর। অ্যামাজন তার লক্ষাধিক গ্রাহকের জন্য নিয়ে এসেছে অ্যামাজন গ্রেট সামার সেল ২০২৪(Amazon Smart Summer Sale)। সেল শুরু হবে ২রা মে থেকে। অনলাইন কেনাবেচার উপর থাকবে নজর কারা অফার।

স্মার্টফোন, টেলিভিশন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, কুলার, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন, ইলেকট্রনিক্স ফ্যান, চিমনি, ডিশ ওয়াশার প্রতিটি জিনিসের উপর ব্যাপক ডিসকাউন্ট দেওয়া হবে এই সেলে। যেকোনো হোম অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে বিরাট ছাড় থাকবে। বিভিন্ন ইলেকট্রনিক আইটেমের অনলাইন কেনাকাটায় ৬৫% পর্যন্ত ছাড় পেতে পারেন গ্রাহকরা। এই সুযোগ একেবারেই হাতছাড়া করা যাবে না। নিজের পছন্দের এবং প্রয়োজনীয় ইলেকট্রনিক জিনিসটা কিনতে ২রা মে থেকে শুরু হওয়া অ্যামাজন গ্রেট সামার সেলের অফার গুলো একবার চেক করে নিতে ভুলবেন না।

আরও পড়ুন ? Latest Air Cooler: এসির দামের তিন ভাগের এক ভাগ! দেওয়ালে এসির মতোই লাগানো যায় এই কুলার

গরমের দাপট থেকে বাঁচতে এসি, ফ্রিজ কিংবা কুলারের চাহিদা অনেকটাই বেড়ে গেছে। আপনিও যদি আপনার ঘরে নতুন এসি আনতে চান তাহলে অ্যামাজন সামার সেল (Amazon Smart Summer Sale) আপনার জন্য একদম সঠিক প্ল্যাটফর্ম। এই সেলের মাধ্যমে নামি দামি ব্র্যান্ডের এসির দামে নজর করা ছাড় পাবেন গ্রাহকরা। এলজি, ডাইকিন, ভোল্টাস, লয়েডস ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির ১.৫ টন এসির দামে ৫৫ শতাংশ অবধি ছাড় পেতে পারেন। স্প্লিট এসি ছাড়াও উইন্ডো এসির ক্ষেত্রেও থাকবে ব্যাপক ছাড়।

আপনি কি আপনার পুরনো স্মার্টফোনটা বদলে নতুন মডেলের স্মার্ট ফোন কিনতে চাইছেন। তাহলে অ্যামাজন গ্রেট সামার সেল (Amazon Smart Summer Sale) অবশ্যই একবার চেক করে নেবেন। এই সেলে জিওমি, ভিভো, রিয়েল মি, ওয়ানপ্লাস, ওপো, স্যামসাং, আই ফোন ইত্যাদি বড় ব্রান্ডের স্মার্টফোনের ক্ষেত্রেও রয়েছে বিরাট ছাড়। আইফোন বা স্যামসাং- এর মতো ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির স্মার্টফোন কিনতে চাইলে সেখানেও পাবেন নজর কারা অফার। অ্যামাজন গ্রেট সামার সেল থেকে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে পে অন ডেলিভারির সুযোগ পেয়ে যাবেন গ্রাহকরা। এছাড়া যদি আইসিআইসিআই ব্যাঙ্কের তরফ থেকে অনলাইন পেমেন্টের মাধ্যমে কেনাকাটা করেন, তাহলে তাৎক্ষণিক দশ শতাংশ ছাড় পাবেন যে কোন কেনাকাটায়।