Latest Air Cooler: এসির দামের তিন ভাগের এক ভাগ! দেওয়ালে এসির মতোই লাগানো যায় এই কুলার

Cool the house with this Latest wall hanging Air Cooler at one third price of AC: আমরা সকলেই জানি বৈশাখ-জৈষ্ঠ্য মাস নিয়ে শুরু হয় গ্রীষ্মঋতু। তবে এবারে সেই গ্রীষ্মের তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে চৈত্রের শেষ থেকেই। ইতিমধ্যেই তাপমাত্রা পৌঁছেছে ৪১° সেলসিয়াসে। রোদের জ্বলন্ত তাপে বেরোনো যাচ্ছে না বাইরে। এদিকে বাড়িতে থাকলেই এসি চলার কারণে চড়চড় করে বাড়ছে বিদ্যুৎ খরচ। তবে আজকের এই প্রবন্ধে এমন এক ঠাণ্ডা মেশিনের (Latest Air Cooler) কথা বলা হয়েছে যা বিদ্যুৎ খরচ যেমন বাঁচাবে তেমনি ঘরকে দ্রুত ঠান্ডা করবে। চলুন সেই মেশিনের ব্যাপারে জেনে নেওয়া যাক।

প্রসঙ্গত, চলতি বছরে যে হারে তাপমাত্রা বেড়েছে তাতে করে ফ্যানের হাওয়ায় থাকা সম্ভব নয়। অপরদিকে ৩০-৪০ হাজার টাকা খরচ করে এসি কেনাও সম্ভব নয়। তবে এসির দরকার নেই, এয়ার কুলারেই (Latest Air Cooler) কমবে ঘরের তাপমাত্রা। কিন্তু এয়ার কুলার কিনলে কোথায় রাখবেন সেই নিয়ে সমস্যা? সেদিক থেকেও সমস্যা নেই। বাজারে রয়েছে তেমনি এক নতুনত্ব এয়ার কুলার। যা দেওয়ালে লাগানোর ব্যবস্থা রয়েছে।

এসি, এয়ার কুলার সম্পর্কে কম-বেশি সকলেরই ধারণা এসি দেওয়ালে লাগানোর ব্যবস্থা রয়েছে। অপরদিকে কুলার ঘরের যে কোনো নির্দিষ্ট একটি জায়গায় রাখতে হয়। তবে বর্তমানে এই ধারণা ভ্রান্ত। প্রযুক্তিগত উন্নতির যুগে এসে গিয়েছে দেওয়ালে লাগানোর এয়ার কুলার। যে এয়ার কুলারগুলোকে মাউন্টেড এয়ারকুলার বলা হয়।

আরও পড়ুন 👉 Electricity Bill of AC: প্রতিদিন ৮ ঘণ্টা চললে দেড় টন এসিতে কত আসবে বিল! রইল সহজ হিসেব-নিকেশ

অন্যান্য এয়ার কুলারের তুলনায় এই এয়ারকুলারের সুবিধা হল এতে আলাদা করে জল ঢালার দরকার হয় না। বালতিতে জল রাখলেই পাইপের মাধ্যমে এয়ার কুলার জল টেনে নেয়। এছাড়াও এই দেওয়ালে লাগানো এয়ারকুলারগুলোতে রিমোট সেন্সিং ব্যবস্থা রয়েছে। অর্থাৎ রিমোটের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়।

দামের দিক থেকেও এই এয়ার কুলার এসির তুলনায় যেমন অনেকটাই কম। বিদ্যুৎ খরচের দিক থেকেও বেশ সাশ্রয়পূর্ণ এই মাউন্টেড এয়ার কুলার। যদি দামের কথা বলি এসির যা দাম তার তিন ভাগের এক ভাগ অর্থাৎ ১২০০০ টাকায় পাওয়া যাবে এই মাউন্টেড এয়ার কুলার (Latest Air Cooler)। তবে আরও বেশি দামের মাউন্টেড এয়ার কুলারও আছে। বাড়িতে এই এয়ার কুলার লাগালে এসিতে যে বিদ্যুৎ খরচ হয় তার তুলনায় অনেকটাই কম বিদ্যুৎ বিল উঠবে এই ইয়ার কুলার লাগালে।