ইঞ্জিন ছাড়ায় ১০ কিমি পথ ছুটলো মালবাহী ট্রেন, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা

রায়হান রেজা : ইঞ্জিন ছাড়ায় ছুটলো মালবাহী ট্রেনের ৫টি বগি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলো রেল। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারইয়ের রাজগ্রামে। পাথর শিল্পাঞ্চল গোপালপুর থেকে রাজগ্রাম স্টেশনের দিকে মালবাহী ট্রেনটি হঠাৎ কোনো কারনে ইঞ্জিন ছেড়ে যায়, তারপরেই ছুটতে থাকে বগি। এমন ঘটনার ফলে কোনো কারনে বগিগুলি লাইনচ্যুত হয়ে পড়লেই ঘটতে পারতো বড়সড় দূর্ঘটনা। কারন ওই রেললাইন জনবসতি এলাকার উপর দিয়ে যায়।

জানা গিয়েছে, রাজগ্রাম স্টেশনের কয়েক কিলোমিটার দূরেই রয়েছে গোপালপুর পাথর শিল্পাঞ্চল। সেখানে মালবাহী ট্রেনটিতে পাথর লোড করার জন্য দাঁড়িয়ে ছিল। পাথর লোড করার সময় হঠাৎ করে ইঞ্জিন ছাড়াই ১৪টি বগি ছুটতে শুরু করে, বেশ কয়েকটি বগি কিছু দূর আসার পর ফাঁকা জায়গায় লাইনচ্যুত হলেও ৫টি বগি ঢালু রেললাইনের দিকে গড়াতে শুরু করে রাজগ্রাম স্টেশনের দিকে দ্রুতগতিতে। দ্রুতগতি নিয়ে বগিগুলি ছুটে যায় প্রায় ১০ কিলোমিটার। যে লাইনের উপর এমন ঘটনা ঘটেছে, সেই লাইনটি জনবসতিপূর্ণ এলাকায় মধ্যে দিয়ে যায়। বগিগুলি ওই এলাকায় কোনো কারণবশত লাইনচ্যুত হলেই বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো।

রেলের আরো বড় রক্ষা এই যে, এই লাইনের উপর দিয়ে কোন রকম যাত্রীবাহী ট্রেন যাতায়াত করে না। আর এমনটা হলেও ঘটতে পারতো বড়সড় দুর্ঘটনা। এর মাঝে রাজগ্রাম স্টেশনকে সতর্কবার্তা দেওয়া হয়, পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক করা হয় এইভাবে ইঞ্জিন ছাড়া বগী ছুটে আসার জন্য। রাজগ্রাম স্টেশনের কাছাকাছি এসে বগিগুলি গতি হারালে দাঁড়িয়ে পড়ে।

ঘটনায় রেলের যে বড়সড় গাফিলতি তা আবারও স্পষ্ট। তবে কি কারণে এই ঘটনা ঘটলো তা এখনো জানা যায়নি। রেলের তরফ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত করা হবে।