তেল-গ্যাসের খনিতে মালামাল রাজ্য, ৫ জেলার ২২ জায়গায় চলবে খনন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : যে সকল দেশের ভূগর্ভে লুকিয়ে রয়েছে খনিজ সম্পদ সেই সকল দেশ আজ বিশ্বের রাজত্ব করছে। খনিজ ভান্ডারে পরিপূর্ণ দেশগুলি এখন আর্থিক দিক দিয়ে এতটাই স্বনির্ভর হয়ে দাঁড়িয়েছে যে তাদের অন্য কোন দেশের দিকে ঘুরে তাকাতে হয় না। বরং খনিজ সম্পদে পরিপূর্ণ দেশগুলির উপর নির্ভরশীল হতে হয় বিশ্বের অজস্র দেশকে।

Advertisements

খনিজ সম্পদের এমন গুরুত্বের কথা মাথায় রেখে প্রতিনিয়ত বিশেষজ্ঞরা নিজেদের দেশের বিভিন্ন জায়গায় খনিজ সম্পদের খোঁজ চালাচ্ছেন। খনিজ সম্পদের খোঁজ চালাতে গিয়েই এবার পশ্চিমবঙ্গের একের পর এক জায়গা থেকে সন্ধান পাওয়া যাচ্ছে খনিজ সম্পদের। এই সকল খনিজ সম্পদ মালামাল করতে পারে রাজ্যকে তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisements

এর আগে উত্তর ২৪ পরগনার অশোকনগরে অশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছিল। ইতিমধ্যেই সেখান থেকে বাণিজ্যিকভাবে তেল উত্তোলনের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে রাজ্যের আরও ৫ জেলার মাটির নিচে বিপুল পরিমাণ তেল এবং গ্যাসের সন্ধান মিলেছে বলে জানা গিয়েছে। এই সন্ধান মিলতেই তৎপরতা শুরু করেছে ওএনজিসি (ONGC)। ওই সকল জেলার ২২ টি জায়গায় বেছে নেওয়া হয়েছে ড্রিল করার জন্য এবং সন্ধান চালানো হচ্ছে ঠিক কত পরিমাণ খনিজ সম্পদ রয়েছে।

Advertisements

যে সকল জেলায় এমন খনিজ সম্পদের খোঁজ পাওয়া গিয়েছে সেই সকল জেলাগুলি হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া। ড্রিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা জেলার ১৩টি জায়গা, দক্ষিণ ২৪ পরগনার তিনটি জায়গা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৫ জায়গা এবং নদিয়াকে একটি জায়গায়।

এই সকল জায়গায় ড্রিল করার পরই বোঝা যাবে ঠিক কত পরিমাণ অশোধিত তেল অথবা প্রাকৃতিক গ্যাস রয়েছে। এর পাশাপাশি যতক্ষণ না ড্রিল করা হচ্ছে ততক্ষণ বোঝা যাবে না এই সকল জায়গা থেকে এমন খনিজ সম্পদ বের করতে কত সময় লাগবে। এই সকল কাজ চালানোর জন্য একরের পর একর জমি বীজ হিসাবে নিতে পারে ওএনজিসি।

Advertisements