ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না, সরকারি এই ৫ স্কিমে টাকা রাখলেই কেল্লাফতে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য অধিকাংশ মানুষকেই দেখা যায় ভবিষ্যতের জন্য কোন না কোন স্কিমে বিনিয়োগ (Savings Plan) করতে। ভবিষ্যতের জন্য এই সকল স্কিমের মধ্যে রয়েছে এমন ৫টি স্কিম, যেগুলি সরকারি। সরকারি এই সকল স্কিমের টাকা জমা রাখলে ভবিষ্যৎ নিয়ে চিন্তা যেমন করতে হয় না ঠিক সেইরকমই টাকা সুরক্ষিত থাকার বিষয়েও পাওয়া যায় গ্যারান্টি। বলাই বাহুল্য এই ৫টি স্কিমে টাকা রাখলেই কেল্লাফতে।

Advertisements

১) সরকারি যে সকল স্কিম রয়েছে সেই সকল স্কিমের তালিকায় প্রথমেই যার নাম আসে সেটি হল ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)। এই স্কিমে টাকা রাখা যেতে পারে পোস্ট অফিসে। পাঁচ বছরের জন্য সরকারি এই প্রকল্পে টাকা রাখার ক্ষেত্রে বর্তমানে মেয়াদ উত্তীর্ণ অবস্থায় ৭.৭% সুদ পাওয়া যাচ্ছে। এছাড়াও এই স্কিমে টাকা রাখা হলে সেই টাকা থেকে পাওয়া সুদের উপর 80C আইন অনুযায়ী কর ছাড় পাওয়া যায়।

Advertisements

২) এই তালিকায় দ্বিতীয় যে স্কিমের নাম আসে সেটি হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)। পোস্ট অফিসে এই স্কিমে প্রবীণ নাগরিকরা টাকা জমা রাখতে পারেন। সম্পূর্ণ ঝুঁকিহীন এই প্রকল্পে টাকা রাখার ক্ষেত্রে বর্তমানে ৮.২% পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে।

Advertisements

৩) সরকারি যে সকল স্কিম রয়েছে সেই সকল স্কিমের মধ্যে অন্যতম একটি হলো সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট (SSA)। ১০ বছরের কম বয়সী কন্যা সন্তানদের জন্য এই প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট খোলা যায় এবং কন্যা সন্তানের বয়স ২১ বছর হলে সেই টাকা ম্যাচিওর হয়। এই প্রকল্পে টাকা রাখলে বার্ষিক ৮% সুদ পাওয়া যায়।

৪) প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনা (PMVVY) এমন একটি সরকারি স্কিম যেখানে টাকা রেখে চোট হয়ে যাওয়ার ভয় নেই। তবে এই স্কিমটি প্রবীণ নাগরিকদের জন্য এবং এটি অফার করা হয়ে থাকে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (LIC) তরফ থেকে। পাঁচ বছরের এই টিমের ক্ষেত্রে বার্ষিক ৭.৪ শতাংশ সুদ পাওয়া যায়।

৫) সরকারি স্ক্রিমের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্কিম হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF)। বেতনভোগী কর্মচারীদের ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে এই প্রকল্প অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

Advertisements