World’s Best School 2023: বিশ্বের সেরা ১০ স্কুলের মধ্যে ৫টিই রয়েছে ভারতে! তালিকা দেখলে বিশ্বাস হবে না

5 Indian schools have made it to the world’s top ten list: শিশুর প্রথম শিক্ষা শুরু হয় তার পরিবার থেকে। এরপরে শিশু স্কুল থেকে শিক্ষা পায়। এই শিক্ষার দ্বারা তাদের চরিত্র গঠন হয়। সেই কারণে শিশুর স্কুল নির্বাচন করার সময় অবশ্যই সজাগ থাকতে হবে অভিভাবকদের। ভবিষ্যত গড়ে তোলার কাজে স্কুলের শিক্ষা খুবই গুরুত্বপূর্ন। এর উপর নির্ভর করছে পড়ুয়াদের কেরিয়ারও। কিন্তু শুধু পড়াশোনা ভালো হলেই সেই স্কুল ভালো হবে এর কোনো মানে নেই। পাশাপাশি থাকতে হবে পঠনপাঠনের সবরকম অনুকূল পরিবেশ। বাইরে থেকে দেখে বোঝাই যাবেনা যে কোন স্কুল শিশুর পক্ষে উপযোগী। ভারতের পাঁচটি স্কুল জায়গা করে নিয়েছে বিশ্বের সেরা দশের তালিকায় (World’s Best School 2023)।

ইতিমধ্যেই ইংল্যান্ডে শুরু হয়ে গিয়েছে বিশ্বের সেরা স্কুলের প্রতিযোগিতা। প্রকাশিত হয়েছে সেরা দশটি স্কুলের তালিকা। আর ভারতীয়দের জন্য গর্বের বিষয় হলো ভারতের নামও সেখানে রয়েছে। প্রকাশ্যে এসে গেছে সেই সেরার তালিকা। ভারতের পাঁচটি স্কুল আছে সেই সেরার তালিকাতে (World’s Best School 2023)।

কিভাবে হলো এই মূল্যায়ন? বিশ্বের বিভিন্ন স্কুলগুলোকে ভাগ করা হয়েছে পরিবেশের দিক থেকে উদ্যোগ, উদ্ভাবন শক্তি, প্রতিকূলতা কাটিয়ে ওঠা এবং স্বাস্থ্যকর জীবনের মতো পাঁচটি বিভাগে। সেরা স্কুলটিকে (World’s Best School 2023) বেছে নেওয়া হবে কেটে নেওয়া হবে নির্বাচিত তালিকার মধ্যে থেকে। ইংল্যান্ডে সংশ্লিষ্ট পুরস্কারের আয়োজকরা অবশ্য স্কুলের শিক্ষক, পরীক্ষার ফল এসব বিষয়ের থেকেও স্কুলের পরিবেশকেই বেশি গুরুত্ব দিয়েছেন।

এবার জেনে নিতে হবে যে, দেশের কোন জায়গার কোন স্কুল (World’s Best School 2023) এই তালিকায় স্থান দখল করেছে। তালিকাতে আছে মুম্বাইয়ের অন্যতম ওবেরয় ইন্টারন্যাশনাল স্কুল। এই স্কুলটি মুম্বাইয়ের একটি স্বতন্ত্র আন্তর্জাতিক বিদ্যালয়। স্কুলটির অন্যতম উদ্দেশ্য হলো ছাত্রছাত্রী এবং আশেপাশের সম্প্রদায়ের কাছে আশা এবং সহানুভূতির বার্তা পৌঁছে দেওয়াই। পরবর্তী স্কুলটি হল রিভারসাইড স্কুল। এই সেরা স্কুলটি হলো গুজরাটের আহমেদাবাদের একটি স্বতন্ত্র আন্তর্জাতিক স্কুল। পৃথিবীর সেরা দশটি স্কুলের মধ্যে এই স্কুলটি নিজের স্থান করে নিয়েছে শুধুমাত্র উদ্ভাবন শক্তির জন্য।

তালিকাতে আরও স্কুলের নাম আছে সেটি হল শিন্ডেওয়াড়ি মুম্বই পাবলিক স্কুল। এই স্কুলটি লকডাউনের পরে পড়ুয়াদের শরীর এবং বৃহত্তর সম্প্রদায়ের মধ্যে যে কম অনাক্রম্যতা এবং দুর্বল পুষ্টির প্রভাব দেখা গেছে তাকে প্রতিরোধ এবং কমানোর চেষ্টা করেছে। তালিকাতে পরবর্তী স্কুল হল নগর নিগম প্রতিভা বালিকা বিদ্যালয় (NPBV)। নিজেদের দক্ষতা দিয়েই দিল্লির দিলশাদ কলোনির এই স্কুলটি বর্তমানে একটি সেরা স্কুল। দিল্লির এই সরকারি স্কুলটি ‘কমিউনিটি কোলাবরেশন’-এ ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল করেছে। সর্বশেষে আছে স্নেহালয় ইংলিশ মিডিয়াম স্কুলের নাম। এই স্কুলটি কিন্তু আসলে মহারাষ্ট্রের আহমেদনগরের একটি দাতব্য বিদ্যালয়। বিশ্বের সেরা তালিকায় নিজের নাম করে নিয়েছে শুধুমাত্র বিভিন্ন প্রতিকূলতাকে জয় করার। স্কুলটির বিশেষ অবদান রয়েছে এইচআইভি আক্রান্ত এবং যৌনকর্মীদের পরিবার থেকে আসা শিশুদের জীবন পরিবর্তন করার ক্ষেত্রে।