Bank New Rules: ১ মে থেকে টাকা-পয়সা লেনদেনের নিয়মে আসছে বদল! খসবে বাড়তি টাকা

নিজস্ব প্রতিবেদন : আশা করি বর্তমানে অধিকাংশ মানুষেরই রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account)। যে সকল অ্যাকাউন্ট থেকে গ্রাহকরা আর্থিক লেনদেন করে থাকেন। এবার আগামী মাস অর্থাৎ ১ মে থেকে এই আর্থিক লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু ব্যাঙ্কে এমন এমন নিয়ম চালু করা হচ্ছে, যার ফলে গ্রাহকদের পকেট থেকে বাড়তি টাকা খসবে এমনটাই আশঙ্কা তৈরি হচ্ছে।

ব্যাঙ্কিং ক্ষেত্রে এই সকল নিয়মে পরিবর্তন (Bank New Rules) আসছে মূলত বিভিন্ন ব্যাঙ্কের তরফ থেকে তাদের বিভিন্ন সার্ভিস চার্জ বদল করে দেওয়ার পরিপ্রেক্ষিতে। যে সকল ব্যাঙ্কে এমন নিয়মে পরিবর্তন আনা হচ্ছে সেই তালিকায় রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্কের মতো জনপ্রিয় ব্যাঙ্কগুলি।

যে সকল পরিবর্তন আনা হয়েছে সেই সকল পরিবর্তনের মধ্যে আইসিআইসিআই ব্যাংকের ডেবিট কার্ডের জন্য এবার শহরাঞ্চলের বাসিন্দাদের বার্ষিক খরচ হিসাবে দিতে হবে ২০০ টাকা। আইসিআইসিআই ব্যাংক অধিকাংশ শহরাঞ্চলেই রয়েছে, গ্রামাঞ্চলে এই ব্যাংক সেই ভাবে শাখা বিস্তার করেনি। গ্রামাঞ্চলের বাসিন্দাদের জন্য ডেবিট কার্ড চার্জ হিসাবে বছরে দিতে হবে ৯৯ টাকা।

আরও পড়ুন 👉 NRI Indians: বিশ্বের অধিকাংশ দেশেই স্থায়ী বাস রয়েছে প্রবাসী ভারতীয়দের, কিন্তু নেই এই ৫ দেশে

এবার যদি আইসিআইসিআই ব্যাংকের চেকবুকের পিছনে খরচের কথা ধরা হয় তাহলে তাদের তরফ থেকে প্রথম ২৫ পাতা চেকবুকের জন্য কোন খরচ দিতে হবে না। তবে তারপর যদি চেকবুক নেওয়া হয় তাহলে প্রতি পাতার খরচ হিসাবে দিতে হবে ৪ টাকা। ডিডি বা পিও ক্যানসেল, ডুপ্লিকেট বা রিভ্যালিডেশনের জন্য আইসিআইসিআই ব্যাংক এবার থেকে ১০০ টাকা করে চার্জ নেবে।

এখানেই শেষ নয়, এর পাশাপাশি আইএমপিএস-এর মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে ১০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে চার্জ দিতে হবে ২.৫০ টাকা। ১০০০ টাকার উপরে হয়ে গেলেই ২৫ হাজার টাকা পর্যন্ত চার্জ দিতে হবে ৫ টাকা। ২৫ হাজার টাকার উপর থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে চার্জ দিতে হবে ১৫ টাকা।

ইয়েস ব্যাঙ্কের যে সকল গ্রাহকরা রয়েছেন তাদের এবার এলিমেন্ট ডেবিট কার্ডের জন্য প্রতি বছরে ২৯৯ টাকা চার্জ দিতে হবে। এনগেজ ডেবিট কার্ডের জন্য বছরে চার্জ দিতে হবে ৩৯৯ টাকা। এক্সপ্লোর ডেবিট কার্ডের জন্য প্রতি বছরে চার্জ দিতে হবে ৫৯৯ টাকা। রুপে ডেবিট কার্ডের জন্য প্রতি বছরে খরচ দিতে হবে ১৪৯ টাকা।