Bank of Baroda Update: অবশেষে স্বস্তি ফিরলো ব্যাঙ্ক অফ বরোদায়, এবার গ্রাহকরা পাবেন বাড়তি সুবিধা

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বর্তমান যুগে এখন দেশের প্রত্যেকটি নাগরিকদের মধ্যে বেড়েছে ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহারের প্রবণতা। এখন আর দেশের নাগরিকরা টাকা পয়সা বাড়িতে ফেলে রাখেন না। ব্যাংকে টাকা রাখলে একদিকে যেমন টাকা সুরক্ষিত থাকে, ঠিক সেই রকমই আবার সেই টাকার উপর সুদ পাওয়া যায়। এক্ষেত্রে দেশের যে সকল নাগরিকরা বিভিন্ন ব্যাংক ব্যবহার করে থাকেন তার মধ্যে অন্যতম একটি হলো ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)।

ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহক সংখ্যা কোটি কোটি। তবে মাস সাতেক আগে ব্যাঙ্ক অফ বরোদার উপর একটি নিষেধাজ্ঞা জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। ব্যাঙ্ক অফ বরোদার উপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওই নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে গ্রাহকরা একটি গুরুত্বপূর্ণ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। অবশেষে সেই নিষেধাজ্ঞা উঠে গেল আর এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে এবার ব্যাঙ্ক অফ বরোদার (Bank of Baroda Update) গ্রাহকরা বাড়তি সুবিধা পাবেন তা নিয়ে কোন সন্দেহ নেই।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ব্যাঙ্ক অফ বরোদার উপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে ব্যাংকেরও স্বস্তি ফিরেছে। আসলে গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ব্যাঙ্ক অফ বরোদার যে সকল মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেই সকল মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে Bob World নামের অ্যাপ্লিকেশন থেকে নতুন গ্রাহক সংযুক্ত করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা এবার তুলে নেওয়া হল।

আরও পড়ুন ? LPG Booking Discount: আরও ১০০ টাকা সস্তা! আরও কম দামে রান্নার গ্যাস! বুকিংয়েই লুকিয়ে আসল পদ্ধতি

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ২০২৩ সালের ১০ অক্টোবর এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপর থেকেই ব্যাঙ্ক অফ বরোদা তাদের ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে নতুন গ্রাহক নেওয়ার কাজ করতে পাচ্ছিল না। সম্প্রতি গত ৮ মে ব্যাঙ্ক অফ বরোদাকে পুনরায় ওই অ্যাপ্লিকেশন ব্যবহার করে নতুন গ্রাহক সংগ্রহ করার অনুমতি দেওয়া হয়েছে। আর এর ফলে গ্রাহকদেরও অনেক সুবিধা বাড়বে।

মূলত বেশ কিছু ব্যাঙ্ক কর্মী ওই অ্যাপ্লিকেশন ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে প্রতারণার মতো ঘটনা ঘটাচ্ছিলেন বলে অভিযোগ ছিল। এবার ওই অ্যাপের মাধ্যমে পুনরায় গ্রাহক সংগ্রহ করার অনুমতি পাওয়ার ফলে গ্রাহকদের আর অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকে ছুটে যেতে হবে না। গ্রাহকরা এবার চাইলে নিজে থেকেই ওই এপ্লিকেশনের মাধ্যমে অথবা ব্যাংক কর্মীরা ওই অ্যাপ্লিকেশন ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন।