SSC: প্রধানমন্ত্রীর এক কথা একশ কথার সমান! যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়াতে চালু হলো পোর্টাল ও হেল্পলাইন

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : কলকাতা হাইকোর্টের নির্দেশে দিন কয়েক আগে ২০১৬ সালের এসএসসি (SSC) নিয়োগের পুরো প্যানেল বাতিল করা হয়েছে। একের পর এক বিনিয়মের পরিপ্রেক্ষিতেই আদালত এমন নির্দেশ দিয়েছে। আদালতের এই নির্দেশে প্রায় ২৬ হাজার চাকুরীজীবী আজ চাকরিহারা। তবে এই সকল চাকরিহারাদের মধ্যে সবাই অযোগ্য তা নয়। যোগ্যদের সংখ্যাটাই বেশি, কিন্তু বারবার এসএসসিকে অযোগ্যদের তালিকা দিতে বলার পরেও না দিতে পারার কারণে আদালত এমন নির্দেশ দিতে বাধ্য হয়।

এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিন কয়েক আগে বর্ধমানে এসে দলীয় প্রচার সভা থেকে যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক কথা একশ কথার সমান, সেটাই প্রমাণিত হলো ফের একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার পরই এবার চালু হয়ে গেল একটি পোর্টাল এবং একটি হেল্পলাইন নম্বর (SSC Bjp Helpline portal and number)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার মাত্র পাঁচ দিনের মাথায় এমন পোর্টাল এবং হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে রাজ্য বিজেপির তরফ থেকে। যেখানে যোগ্য চাকরিহারারা আবেদন করলে তাদের সমস্ত রকম আইনি সহযোগিতা থেকে শুরু করে অন্যান্য সহযোগিতা করা হবে। বিজেপির লিগ্যাল সেল তাদের সমস্ত রকম সাহায্য করবে। যে সকল যোগ্য চাকরি হারারা বিজেপির এই লিগ্যাল সেলের সহযোগিতা পেতে চাইছেন তাদের ওই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে অথবা নম্বরে ফোন করে রেজিস্ট্রেশন করতে হবে।

আরও পড়ুন ? Ineligible SSC Recruitment: আগে ছিল ৫২৫০, এবার বেড়ে হল ‘এত’ হাজার অযোগ্য শিক্ষক! কোথায় ছিলেন ইনারা

বিজেপির তরফ থেকে যে ওয়েবসাইটটি খোলা হয়েছে সেটি হল www.bjplegalsupport.org। এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে যোগ্য চাকরি হারাদের রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য Sign Up অপশন দেখতে পাওয়া যাবে এবং সেখানে ক্লিক করে নিজেদের নাম, ইমেইল আইডি, ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর পরবর্তীতে সাইন ইন করে আবেদনকারীরা বিভিন্ন তথ্য জানতে পারবেন।

অন্যদিকে যে নম্বরটি দেওয়া হয়েছে সেই নম্বরটি হলো ৯১৫০০৫৬৬১৮। ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কোনো রকম অসুবিধার সম্মুখীন হলে সরাসরি এই নম্বরটিতে কল করে যোগাযোগ করে নিতে পারবেন যোগ্য চাকরিহারারা। বিজেপির তরফ থেকে দাবী করা হচ্ছে, তারা সবসময় যোগ্যদের পাশে রয়েছেন, আগামী দিনেও থাকবেন। তবে অযোগ্যদের জন্য যেভাবে রাজ্যে চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে তার এখনই অবসান হওয়া দরকার।