নিজস্ব প্রতিবেদন : এই মুহূর্তে দেশের ১৮টি রুটে যাতায়াত করছে দেশের সবচেয়ে দ্রুতগামী ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এবার এই ট্রেনটি নতুন রুটে যাতায়াত শুরু করবে। নতুন রুটে এই ট্রেনের যাতায়াত নিয়ে সোমবার থেকেই শুরু হয়েছে তোড়জোড়। এবার একটি দুটি নয়, একসঙ্গে নতুন পাঁচটি রুটে চালু হতে চলেছে বন্দে ভারত।
ভারতীয় রেল (Indian Railways) গণপরিবহনের মেরুদন্ড হওয়ার কারণে রেলের তরফ থেকে প্রতিনিয়ত তাদের পরিষেবাকে উন্নত থেকে উন্নততর করার প্রচেষ্টা চালানো হচ্ছে। উন্নত পরিষেবার প্রচেষ্টার ফলশ্রুতি হিসাবেই ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি দিল্লি থেকে বারাণসী রুটে প্রথম চালু হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। পরে পুরোদমে এই ট্রেনটি দেশের বিভিন্ন রুটে চালানোর জন্য রেল পরিকল্পনা গ্রহণ করলেও বাধা হয়ে দাঁড়ায় করোনা অতিমারি। তবে এখন সবকিছু স্বাভাবিক হওয়ার পর ধাপে ধাপে দেশের বিভিন্ন রুটে যাতায়াত শুরু করছে এই স্বপ্নের ট্রেন।
২৭ জুন অর্থাৎ মঙ্গলবার দেশের নতুন যে পাঁচটি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হবে সেই পাঁচটি রুট হল রাঁচী-পটনা, মুম্বই-গোয়া, বেঙ্গালুরু-ধারওয়াদ, ইন্দোর-ভোপাল এবং জবলপুর-ভোপাল। এখন কোন রুটে কোন দিন বন্দে ভারত এক্সপ্রেস চলবে, চলুন দেখে নেওয়া যাক।
১) রাঁচী-পটনা বন্দে ভারত এক্সপ্রেস : এই ট্রেনটির উদ্বোধন আগেই হওয়ার কথা ছিল, তবে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর উদ্বোধনের দিন পিছিয়ে যায়। ২৭ জুন উদ্বোধন হওয়ার পর ২৮ জুন থেকে পুরোদমে চলবে। সকাল ৭টায় পটনা থেকে ছাড়বে এবং রাঁচী পৌঁছবে দুপুর ১টায়। রাঁচী থেকে বিকেল ৪টে ১৫ মিনিটে ছাড়বে এবং পটনায় পৌঁছবে রাত ১০ টা ৫ মিনিটে।
২) মুম্বই-গোয়া বন্দে ভারত এক্সপ্রেস : ভোর ৫:২৫ মিনিটে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে ছাড়বে এবং দুপুর সাড়ে ৩টেয় গোয়ার মাডগাঁওতে পৌঁছাবে। সোমবার, বুধবার ও শুক্রবার মুম্বই থেকে গোয়া যাবে ট্রেনটি এবং গোয়া থেকে মুম্বই ফিরবে ট্রেনটি মঙ্গল, বৃহস্পতিবার ও শনিবার।
৩) বেঙ্গালুরু-ধারওয়াদ বন্দে ভারত এক্সপ্রেস : কর্নাটকের বেঙ্গালুরু থেকে ধারওয়াদ পর্যন্ত চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি দিনগুলিতে চলবে এই ট্রেন।
৪) ইন্দোর-ভোপাল বন্দে ভারত মেট্রো : মধ্যপ্রদেশে ইন্দোরের সঙ্গে ভোপালকে জুড়বে এই ট্রেন। রবিবার বাদে সপ্তাহের বাকি দিনগুলি চলবে।
৫) জবলপুর-ভোপাল বন্দে ভারত মেট্রো : মধ্যপ্রদেশের জবলপুর থেকে রাজধানী ভোপালকে জুড়বে এই ট্রেন। মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি দিনগুলিতে চলবে এই ট্রেন।