নিজস্ব প্রতিবেদন : দিন দিন ভারতীয় রেলে (Indian Railways) বাড়ছে যাত্রী সংখ্যা। যাত্রীসংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে রেলের তরফ থেকেও সেই সকল যাত্রীদের আরও ভালোভাবে পরিষেবা দেওয়ার জন্য তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। যাত্রীদের সুরক্ষিত এবং স্বাচ্ছন্দে গন্তব্যে পৌঁছে দেওয়া রেলের মূল লক্ষ্য হলেও, আরও একাধিক বিষয়ে তাদের নজর রাখতে হয়। সেই সকল নজরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা খাওয়া-দাওয়া ইত্যাদির বিষয়টিও দেখতে হয়।
ভারতের কোন কোন রেলস্টেশনে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর খাবার পাওয়া যায় তা নিয়ে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (Food Safety and Standards Authority Of India) বছরের বিভিন্ন সময় সমীক্ষা চালিয়ে থাকে। তাদের সেই সমীক্ষার ফলাফল তাদের তরফ থেকে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হয়। এই ফলাফল প্রকাশ করার মূল লক্ষ্য হলো যাত্রীদের কাছে পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর খাবার পাওয়া যায় এমন স্টেশনের নাম পৌঁছে দেওয়া।
FSSAI রেলের বিভিন্ন স্টেশনকে নিয়ে যে সমীক্ষা চালায় এবং তার যে ফলাফল তুলে ধরা হয় তার পুরো প্রক্রিয়ার নাম তাদের তরফ থেকে দেওয়া হয়েছে ‘Eat Right Station’। মূলত যে সকল স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর খাবার পরিবেশনের দিক দিয়ে FSSAI এর মাত্রায় পাশ করতে পারে তাদের এমন সার্টিফিকেট দেওয়া হয়। এবার এই সার্টিফিকেট পেয়েছে বাংলার ৫টি রেল স্টেশন।
আরও পড়ুন ? হাওড়ার বদলে অন্য স্টেশন, রাজ্যে নতুন বন্দে ভারত চালু হওয়া নিয়ে জল্পনা
FSSAI এর তরফ থেকে ‘Eat Right Station’ সার্টিফিকেট প্রাপ্ত যে রেল স্টেশনগুলির তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, ভারতের প্রায় সাড়ে ৭ হাজার রেলস্টেশনের মধ্যে এই তালিকায় নাম রয়েছে মাত্র ১১৫ টি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, পশ্চিমবঙ্গের মাত্র ৫টি রেলস্টেশন এই তালিকায় নাম তুলতে সক্ষম হয়েছে। তালিকায় সবচেয়ে সফল রাজ্য হিসেবে নাম উঠে এসেছে কেরালার। ওই রাজ্যের ২১ টি রেল স্টেশন এই তালিকায় নাম তুলতে সক্ষম হয়েছে।
পশ্চিমবঙ্গের যেসব রেলস্টেশনগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের জন্য দরাজ সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই সব স্টেশনগুলি হল মালদার হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশন, কলকাতার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর রেলওয়ে স্টেশন ও আসানসোল জংশন এবং কলকাতার কলকাতা রেলওয়ে স্টেশন। আবার এই পাঁচটি রেল স্টেশনের মধ্যে রয়েছে একটি মেট্রো স্টেশন।