বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, হাতে মাত্র কয়েকটা দিন

নিজস্ব প্রতিবেদন : ঘূর্ণিঝড় ইয়াস চলে গেলেও বঙ্গোপসাগর থেকে নিম্নচাপের ভ্রুকুটি শেষ হয়নি। নতুন করে ফের একটি নিম্নচাপ তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে। এমনটাই জানা গিয়েছে আলিপুর হাওয়া অফিস সূত্রে। আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী ১১ জুন এই নিম্নচাপ তৈরি হবে।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী গত ৩ জুন কেরলে প্রবেশ করেছে বর্ষা। তবে কেরলে বর্ষার আগমন ঘটলেও পশ্চিমবঙ্গে কবে তার আগমন ঘটবে তার বার্তা এযাবৎ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে অবশেষে সেই বার্তা দেওয়া হল। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ঘনিয়ে ওঠা নিম্নচাপের জেরে বাংলায় প্রবেশ করবে বর্ষা। আর এর জেরে আগামী ১১ তারিখ থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, শনিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে। এদিন থেকেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হলেও এখনই গরম থেকে রেহাই মিলবে না দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। বৃষ্টি হলেও প্যাচপেচে গরম তারা করবে আমজনতাকে।