ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সতর্কতা দক্ষিণবঙ্গের ১৬ জেলায়

নিজস্ব প্রতিবেদন : ভোটের মরশুম কাটতেই দিন কয়েক ধরেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি নজরে এসেছে। দীর্ঘ কয়েক দিন তীব্র দাবদাহের পর এই ঝড় বৃষ্টির কারণে পরিস্থিতি কিছুটা হলেও অনুকূল হয়েছে। তবে ঝড় বৃষ্টি না হলেই বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে পুনরায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হল।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, পূর্ব উত্তর প্রদেশে ঘূর্ণাবর্ত এবং আসাম পর্যন্ত অক্ষরেখা বিরাজ করার কারণে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয়বাষ্প ঢুকেছে দক্ষিণবঙ্গে। আর এর কারণেই প্রতিনিয়ত বাড়ছে ঝড়-বৃষ্টির প্রবণতা। দিন কয়েক ঝড় বৃষ্টির পর বৃহস্পতিবার, এমনকি শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাবে বলে অনুমান করা হচ্ছে।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গের ১৬ জেলাতেই এই ঝড় বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। যেসকল জেলাগুলোতে ঝড়-বৃষ্টির প্রবণতা দেখা দিয়েছে সেই জেলাগুলি হল কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ। এর পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরেও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

[aaroporuntag]
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, বৃষ্টির পাশাপাশি যেমন বজ্রবিদ্যুৎ লক্ষ্য করা যায় ঠিক তেমনই বইবে ঝড়ো হাওয়া। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিমি থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে এই গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি।