Railway Station Name Change: বদলে যাবে দেশের ১০০টি রেল স্টেশনের নাম, সম্মতি মিলল ৭টির

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে ফের একবার নাম পরিবর্তনের মত পদক্ষেপ নেওয়া হতে চলেছে। মূলত দেশের বিভিন্ন স্থানে থাকা রেল স্টেশনের নাম পরিবর্তন করার বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। দেশজুড়ে ১০০টি রেল স্টেশনের নাম পরিবর্তন হতে পারে বলে জানা যাচ্ছে, অন্যদিকে ইতিমধ্যেই ৭টি রেল স্টেশনের নাম পরিবর্তনের (Railway Station Name Change) জন্য সম্মতি পাওয়া গিয়েছে।

Advertisements

যে সাতটি রেলস্টেশনের নাম পরিবর্তনের বিষয়ে সম্মতি পাওয়া গিয়েছে সেই সাতটি রেলস্টেশন রয়েছে উত্তরপ্রদেশে। উত্তর প্রদেশ সরকারের তরফ থেকে ওই সাতটি রেল স্টেশনের নাম পরিবর্তন করার জন্য রেল মন্ত্রকের কাছে আবেদন জানানো হয়েছিল। সম্প্রতি রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, নাম পরিবর্তনের বিষয়ে সম্মতি পাওয়া গিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে।

Advertisements

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে উত্তর প্রদেশ সরকারের তরফ থেকে পাওয়া তাদের রাজ্যের সাতটি রেলস্টেশনের নাম পরিবর্তনের বিষয়ে সম্মতি দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি ওই সকল রেলস্টেশনের নাম পরিবর্তন হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে। তবে উত্তরপ্রদেশে এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন রেল স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে। ওই রাজ্যের প্রধান যেসকল রেল স্টেশনের পরিবর্তন করা হয়েছে, তার মধ্যে রয়েছে মুঘলসরাই, যার নাম পরিবর্তন করে রাখা হয়েছে দীনদয়াল উপাধ্যায় জংশন, এলাহাবাদ জংশন, যার নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রয়াগরাজ।

Advertisements

আরও পড়ুন ? Railway Ticket Auto Upgradation: এই গরমে স্লিপার টিকিটের দামে এসি কোচে ঘুমানোর সুযোগ! শুধু বুকিংয়ের সময় করতে হবে একটি কাজ

এই ধরনের নাম পরিবর্তন করার ক্ষেত্রে যে নিয়ম প্রচলিত রয়েছে সেই নিয়ম অনুযায়ী স্টেশনের প্রশাসনকে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানাতে হয়। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন জানাতে হয়। সেই আবেদনের ভিত্তিতে যদি স্বরাষ্ট্র মন্ত্রক নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে থাকে তাহলে নাম পরিবর্তনের ক্ষেত্রে কোন বাধা থাকে না। রেলমন্ত্রক পরবর্তীতে সেই মতো ব্যবস্থা গ্রহণ করে।

নতুন যে সাতটি রেলস্টেশনের নাম পরিবর্তন হতে চলেছে সেই সাতটি রেলস্টেশন হল ফুরসতগঞ্জ, যার নাম হতে চলেছে তপেশ্বরনাথ ধাম। কাশিমপুর হল্ট, যার নাম হতে চলেছে জইস সিটি। জইস সিটি, যার নাম হতে চলেছে গুরু গোরাক্ষনাথ ধাম। বাণী রেলস্টেশনের নাম হতে চলেছে স্বামী পরমহংস। মিসরৌলি, যার নাম পরিবর্তন করে হবে মা কালীকান ধাম। নিহালগড়, যার পরিবর্তন করে করা হবে মহারাজা বিজলি পাসি। আকবরগঞ্জ, যার নাম হতে চলেছে মা কালিকা ধাম।

Advertisements