মাস্ক ব্যবহারে সবার প্রথমে ভিয়েতনাম, ভারতের তালিকা নিয়ে কি বলছে সমীক্ষা

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই মাস্ক ব্যবহার করা এক প্রকার নিয়মে পরিণত হয়। প্রথম প্রথম মাস্ক ব্যবহার নিয়ে নানান মতামত শোনা গেলেও পরবর্তীকালে লক্ষ্য করা যায় বিশ্বের বেশিরভাগ দেশই মাস্ক ব্যবহারকে বাধ্যতামূলক করে। তবে বাইরে বেরিয়ে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হলেও বহু মানুষকে দেখা গিয়েছে নিয়ম না মানতে। মূলত মাস্ক ব্যবহার না করার মূলে রয়েছে স্বচ্ছন্দ বোধ না করা, অস্বস্তি। তবে সংক্রমণ এড়াতে মাস্ক ব্যবহার সাধারণ মানুষকে অভ্যাসে পরিণত করতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি কোন দেশের কত সংখ্যক মানুষ নিয়মিত মাস্ক ব্যবহার করে থাকেন সে নিয়ে একটি সমীক্ষা হয়। বিশ্বের ১৫ টি দেশকে নিয়ে এই সমীক্ষা চালায় Ipsos India নামে একটি সংস্থা। সেই সমীক্ষার ফলাফল থেকে জানা যায় বিশ্বের সবথেকে বেশি মানুষ মাস্ক ব্যবহার করে থাকেন ভিয়েতনামে। এমনকি তারা আমেরিকা ও ব্রিটেনের মত দেশকেও মাস্ক ব্যবহারের নিরিখে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। আর এই তালিকায় ভারতের স্থান কত নম্বরে?

Ipsos India দ্বারা এই সমীক্ষা চালানো হয়েছিল গত মার্চ ও এপ্রিল মাসে। আর এই সমীক্ষার ফলাফল অনুযায়ী এটা উঠেছে এসেছে যে করোনা সচেতনতায় পাশ্চাত্যের উন্নত দেশগুলির তুলনায় এশিয়ার দেশগুলি অনেক এগিয়ে রয়েছে। এই সমীক্ষার ফলাফল অনুযায়ী মাস্ক ব্যবহারের সবার উপরে থাকা ভিয়েতনামের ৯১ শতাংশ মানুষ সংক্রমণ এড়াতে মাস্ক ব্যবহার করে থাকেন।

সমীক্ষার ফলাফল অনুযায়ী তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীন। চীনের প্রায় ৮৩ শতাংশ মানুষ মাস্ক ব্যবহার করেন। তৃতীয় স্থানে থাকা ইতালিতে ৮১ শতাংশ মানুষ মাস্ক ব্যবহার করে থাকেন। আর এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে জাপান। জাপানে ৭৭ শতাংশ মানুষ মাছ ব্যবহার করেন।

মাস্কের ব্যবহার এবং করোনা অসচেতনতার নিরিখে এই সমীক্ষা অনুযায়ী ভারতের স্থান পঞ্চমে। সমীক্ষা অনুযায়ী ভারত ব্রিটেন ও আমেরিকার মত উন্নত দেশগুলিকে পিছনে ফেলে দিয়েছে মাস্ক ব্যবহার এবং করোনা সচেতনতায়। ভারতের প্রায় ৭৬ শতাংশ মানুষ মাস্ক ব্যবহার করে থাকেন। তবে ভারত মাস্ক ব্যবহারে পাশ্চাত্যের উন্নত দেশ আমেরিকা ও ব্রিটেনকে পিছনে ফেলে রাখলেও সম্প্রতি আরও একটি সংস্থা পাবলিক রিলেসন্স সোসাইটি (Public Relations Society) এর সমীক্ষা অনুযায়ী ভারতের প্রায় ২৮% মানুষ কেবলমাত্র পুলিশ দেখলেই মাস্ক পরেন। জেল, জরিমানার ভয়েই তাঁরা মাস্ক পরেন, তাও কোনও পুলিশকর্মীকে সামনে দেখতে পেলে। পাবলিক রিলেসন্স সোসাইটি (Public Relations Society) দেশের ৭০টি ছোট-বড় শহরে মাস্ক ব্যবহার নিয়ে এই সমীক্ষা চালায়।

Ipsos India এর সমীক্ষা অনুযায়ী, আমেরিকার ৬৭ শতাংশ মানুষ মাস্ক ব্যবহার করেন, রাশিয়ায় ৪৭ শতাংশ মানুষ মাস্ক ব্যবহার করেন। ফ্রান্সের ৩৪ শতাংশ মানুষ ব্যবহার করে থাকেন। কানাডায় ২৮ শতাংশ, অস্ট্রেলিয়ায় ২১ শতাংশ, অস্ট্রেলিয়ায় ২১ শতাংশ, জার্মানিতে ২০ শতাংশ এবং ব্রিটেনে মাত্র ১৬ শতাংশ মানুষ মাস্ক ব্যবহার করেন।