নিজস্ব প্রতিবেদন : জুন মাসের ২৯ তারিখ ভারতে নিষিদ্ধ হয় ৫৯টি চিনা অ্যাপ। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক তথ্যপ্রযুক্তি আইনের ৬৯-এ ধারায় এই অ্যাপগুলি বন্ধ হয় ভারতে। অ্যাপগুলির মধ্যে রয়েছে জনপ্রিয় টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ারইট, হ্যালো ইত্যাদি। আর এবার ঐসকল অ্যাপগুলি বন্ধ হওয়ার পর অ্যাপগুলির সংস্থাদেরকে ৭৯টি প্রশ্নমালা পাঠিয়েছে কেন্দ্রের বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। আর এই সকল প্রশ্নের যথোপযুক্ত উত্তর আগামী তিন সপ্তাহের মধ্যে কেন্দ্রকে দিতে হবে। আগামী ২২ শে জুলাই কেন্দ্রকে যথোপযুক্ত উত্তর দেওয়ার শেষ তারিখ বলে জানা গিয়েছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী।
যথোপযুক্ত উত্তর না পেলে কি হবে?
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জানা গিয়েছে এই ৭৯ টি প্রশ্নের উত্তর আগামী ২২ শে জুলাইয়ের মধ্যে দিতে হবে কেন্দ্র সরকারকে। যদি উত্তর না দেওয়া হয় সে ক্ষেত্রে এই অ্যাপগুলি চিরতরে বন্ধ হয়ে যাবে ভারতে।
৭৯টি প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে?
সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী কেন্দ্র সরকারের তরফ থেকে ওই সকল অ্যাপগুলির সংস্থার কাছে জানতে চাওয়া হয়েছে অ্যাপগুলির কর্পোরেট উৎস, মূল সংস্থার পরিকাঠামো, ডেটা ম্যানেজমেন্ট, তহবিল, সার্ভার ইত্যাদি সংক্রান্ত নানান প্রশ্ন।
উত্তর পাওয়া গেলে কি হবে?
অ্যাপ সংস্থাগুলির তরফ থেকে উত্তর পাওয়া গেলে সেই উত্তরমালা কেন্দ্র সরকার পাঠিয়ে দেবে এবিষয়ে গঠিত বিশেষ কমিটির কাছে। কমিটির সদস্যরা সেই উত্তরমালা খতিয়ে দেখবেন এবং পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করবেন।
কিন্তু হঠাৎ করে কেন এই প্রশ্নমালা পাঠানো হলো?
জুন মাসের ২৯ তারিখ অ্যাপগুলি ভারতের নিষিদ্ধ হওয়ার পর অ্যাপগুলির সংস্থাদের তরফ থেকে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আদালতে দ্বারস্থ হওয়ার কথা উঠেছিল। যে কারণে কেন্দ্রের এই প্রশ্নমালা এবং এই প্রশ্নমালার নোটিশ পেয়ে আপাতত আদালতের দ্বারস্থ হওয়ার ক্ষেত্রে ইতি পড়লো।