LPG Price Dropped: ২০ টাকা নয়, কলকাতায় এই ধরনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমল ৪৯.৫০ টাকা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : মে মাসের শুরুতেই নতুন করে রান্নার গ্যাস (LPG) সিলিন্ডারের দাম কমেছে কলকাতা সহ দেশের সমস্ত জায়গাতেই। ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকলেও ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমেছে (LPG Price Dropped)। ১৯ কেজি ওজনের রান্নার গ্যাসের দাম কমার ফলে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রত্যেকেই উপকৃত হবেন তা নিয়ে কোন সন্দেহ নেই।

কলকাতায় ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ২০ টাকা। দেশের অন্যান্য বড় শহরগুলির কোনটিতে দাম কমেছে ১৯ টাকা, কোনোটিতে আবার তার থেকে কম বেশি। তবে এসবের পাশাপাশি কলকাতায় আরও এক ধরনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমলো ৪৯.৫০ টাকা। মে মাসের প্রথম দিন থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

যে সকল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৪৯.৫০ টাকা কমেছে সেই সকল সিলিন্ডারগুলি হল ৪৭.৫ কেজি ওজনের। এই ধরনের রান্নার গ্যাস সিলিন্ডার মূলত বড় বড় হোটেলগুলিতে ব্যবহার করা হয়ে থাকে। গত এপ্রিল মাসে এই ধরনের সিলিন্ডারের দাম ছিল ৪৬৯৩.৫০ টাকা। এবার এর দাম ৪৯.৫০ টাকা কমার ফলে কলকাতায় এখন দাম পড়বে ৪৬৪৪ টাকা।

আরও পড়ুন 👉 Vande Metro Inside Video: লোকাল ট্রেনের মতোই আসন, রয়েছে অত্যাধুনিক সব ব্যবস্থা! সামনে এলো বন্দে মেট্রোর ভিতরের ভিডিও

বাণিজ্যিক রান্নার গ্যাসের দামের ক্ষেত্রে এপ্রিল এবং মে এই দুই মাসে ছাড় দেওয়া হলেও অবশ্য ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারে কোনরকম ছাড় দেওয়া হয়নি মে মাসে। যদিও লোকসভা ঘোষণা হওয়ার আগে কেন্দ্র সরকারের তরফ থেকে দফায় দফায় ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রে ছাড় এবং ভর্তুকির ঘোষণা করা হয়েছিল। এছাড়াও উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় বিপুল ছাড় পাচ্ছেন উপভোক্তারা।

অন্যদিকে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমলেও তার পরোক্ষ ভাবে সাধারণ মানুষদের ওপর প্রভাব ফেলবে তা নিয়ে কোন সন্দেহ নেই। কেননা এই সকল রান্নার গ্যাস অধিকাংশ ক্ষেত্রেই হোটেল, রেস্তোরাঁয় ব্যবহার করা হয়ে থাকে। সেক্ষেত্রে হোটেল, রেস্তোরাঁর খাবার তৈরি করার খরচ যত কমবে ততই খাবারের দামও কমার সম্ভাবনা রয়েছে।