ভারতীয় রেলের গৌরবের মুকুট হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। সম্প্রতি নতুন বন্দে ভারত পেতে চলেছে বাংলা। তার মধ্যেই চর্চার শীর্ষে থাকা এই ট্রেন নিয়ে এসেছে নতুন আপডেট। এবার আধা বন্দে ভারত পাবে দেশবাসী। দেশজুড়ে যখন নানান গুরুত্বপূর্ণ রুটে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হচ্ছে, তখনই ভারতের সেমি বুলেট ট্রেন নিয়ে পাওয়া গিয়েছে নতুন আপডেটটি।
দেশের লাইফ লাইন ভারতীয় রেল। প্রিমিয়াম এক্সপ্রেস, সুপারফাস্ট, এক্সপ্রেস, লোকাল, মেল ট্রেন – সবমিলিয়ে ভারতীয় রেলওয়ে একটি বিশাল নেটওয়ার্ক। যা প্রতিদিন বহু মানুষকে যাত্রী পরিষেবা দেয়। দেয় লাক্সারিউস আনন্দ। সফর আরও উপভোগ্য করে তুলতে হয়েছে বিভিন্ন প্রিমিয়াম ট্রেন।
বিগত কয়েক বছরে ভারতীয় রেলের সঙ্গে যুক্ত হয়েছে একাধিক উচ্চ গতির ট্রেন। যার মধ্যে রয়েছে তেজস, বন্দে ভারত ইত্যাদি। তবে বন্দে ভারত যেন ভারতবাসীর কাছে একটা আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তবে অনেক রুটে চাইলেও বন্দে ভারত এক্সপ্রেস চালু করতে পারছে না রেল। কারণ পিছনে রয়েছে অনেকগুলি সমস্যা। তবে এবার সেই সমস্যা দূরীকরণের জন্য নেওয়া হয়েছে উদ্যোগ। চালু হতে চলেছে আধা বন্দে ভারত।
আধা বন্দে ভারত মানে বুঝতে পারলেন না তো? আসলে বর্তমানে যতগুলি বন্দে ভারত এক্সপ্রেস ভারতীয় রেলের সঙ্গে যুক্ত রয়েছে, সবগুলি ১৬ টি কামরার। তবে এবার ভারতীয় রেল চালু করতে চাইছে আট কামরার বন্দে ভারত এক্সপ্রেস। না হঠাৎই নেওয়া হয়নি এই পরিকল্পনা। এর পেছনেও রয়েছে কয়েকটি যুক্তি সঙ্গত কারণ। প্রথমত সব রুটে বন্দে ভারত এক্সপ্রেস তার পূর্ণ ক্ষমতায় চলতে পারছে না। আবার অনেক রুটে যাত্রী সংখ্যাও প্রয়োজন এর তুলনায় কম। সেই সমস্ত রুট গুলিতে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর জন্য কমানো হয়েছে কোচের সংখ্যা। তবে এই আট কামরার বন্দে ভারতেও সুযোগ সুবিধার কোনও অভাব থাকবে না।
মোট ৬৪ টি ৮ কোচের বন্দে ভারত ট্রেন তৈরি করতে চলেছে ভারতীয় রেল। রেল ইতিমধ্যেই রাশিয়ান রোলিং স্টক কোম্পানি ট্রান্সম্যাশহোল্ডিং-কে বন্দে ভারত এক্সপ্রেসের ১২০ টি স্লিপার রেক তৈরির চুক্তি দিয়েছে৷ রাশিয়ার বৃহত্তম রোলিং স্টক নির্মাতা ট্রান্সম্যাশহোল্ডিং এবং রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)-এর একটি যৌথ উদ্যোগ স্লিপার রেক তৈরির কাজ করবে বলে জানা গিয়েছে।