ঠিক এই ৮ কারণেই কী ১০ উইকেটে ইংল্যান্ডের কাছে হার ভারতের!

নিজস্ব প্রতিবেদন : গোটা টুর্নামেন্ট ভালো খেলেও সেমিফাইনালে লজ্জার হার ভারতীয় দলের। ইংল্যান্ডের কাছে এই লজ্জার হারের পরিপ্রেক্ষিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল ভারতকে। ১০ উইকেটে কেন ভারতকে ইংল্যান্ডের কাছে লজ্জার হার হারতে হলো! এর পিছনে থাকতে পারে এই ৮টি কারণ।

১) ইংল্যান্ডের টসে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠানো। যদিও রোহিত দাবি করেছিলেন টসে জিতলে তিনি প্রথমে ব্যাটই করতেন। তবে প্রথমে ব্যাটিং করাকে বিশেষজ্ঞরা হারের অন্যতম কারণ মনে করছেন।

২) গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুটাই ঠিকঠাক করতে পারেনি ভারতীয় দল। দ্বিতীয় ওভারে মাত্র পাঁচ রানে লোকেশ রাহুলের ফিরে যাওয়া ভারতীয় দলের কাছে ধাক্কা।

৩) পাওয়ার প্লেতে প্রথম ছয় ওভারে ভারতীয় দলের বাজে পারফরম্যান্স। প্রথম ছয় ওভারে ভারতীয় দল মাত্র ৩৮ রান তুলতে সক্ষম হয়।

৪) রোহিত শর্মার ধীরগতিতে ব্যাটিং বড় রান তোলার ক্ষেত্রে প্রশ্ন তুলে দেয়। ২৮ বলে মাত্র ২৭ রান করেন রোহিত।

৫) ভারতীয় দল এতটাই ধীরগতিতে ব্যাটিং করে যে প্রথম ১০ ওভারে মাত্র ৬২ রান তুলতে সক্ষম হয়।

৬) দলের অন্যতম ফর্মে থাকা সূর্য কুমার যাদবের বড় ম্যাচে ব্যর্থতা। প্রথম থেকেই ভারতীয় ব্যাটিং অর্ডার ব্যর্থতার মধ্যে পড়ে।

৭) ব্যাটিংয়ের মতো বোলিং অর্ডারও কোনোভাবেই দাগ ফেলতে পারেনি এদিনের এই ম্যাচে। যেখানে ব্যাটিং অর্ডার খারাপ পারফরম্যান্স করলেও ভালো বোলিংয়ের দৌলতে ম্যাচে জয় আসা সম্ভব সেই জায়গায় ভুবনেশ্বর কুমার, কুমার, আরশদীপ সিংহ, অক্ষর পটেল, মহম্মদ শামি কেউ দাগ কাটতে পারলেন না।

৮) একইভাবে এদিনের এই ম্যাচে ফিল্ডারদের পারফরম্যান্সও একেবারেই ভালো ছিল না।