রবিবার বন্দে ভারতের মেগা উদ্বোধন! একসঙ্গে ৯টি ট্রেনের উদ্বোধন হবে এই ৯ রুটে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে স্বপ্নের ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এটি দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন। এই ট্রেন এখন দেশের বিভিন্ন রুটে যাতায়াত করছে। তবে যখন রেল পরিষেবা ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের লাইফ লাইন সেই সময় নতুন এই ট্রেন নিয়ে চাহিদাও দিন দিন বাড়ছে। এমন চাহিদা বৃদ্ধি পাওয়ার মূল কারণ হলো নতুন ধরনের নতুন ট্রেনের প্রতি আকর্ষণ।

Advertisements

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে চড়ে যাতায়াত করা অত্যন্ত ব্যয়বহুল হলেও কিন্তু এখনো পর্যন্ত যত রুটে এই ট্রেন চালু করা হয়েছে, প্রায় সব রুটেই যাত্রী চাহিদা তুঙ্গে। এরই পরিপ্রেক্ষিতে রেলের তরফ থেকেও প্রতিনিয়ত দেশের প্রতিটি রুটে এই ট্রেন চালু করার বন্দোবস্ত করা হচ্ছে। তবে গত দুমাস ধরে দেশের কোন রুটেই বন্দে ভারত চালু করা হয়নি। দু’মাসের খরা কাটানোর পর আগামী ২৩ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার একসঙ্গে ৯ টি রুটে বন্দে ভারত চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল। যাকে বলা হচ্ছে বন্দে ভারতের মেগা উদ্বোধন।

Advertisements

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ভার্চুয়ালি এই নয়টি বন্দে ভারত উদ্বোধন করবেন। যার মধ্যে আবার থাকছে গেরুয়া রঙের বন্দে ভারতও। দেশের প্রথম গেরুয়া রঙের বন্দে ভারত চলবে কেরালার তিরুবন্তপুরম থেকে কাসারগোডের মধ্যে। এই রুটটিতে এমনিতেই একটি নীল সাদা বন্দে ভারত যাতায়াত করে, তবে চাহিদার কথা মাথায় রেখে ফের এই রুটে আরও একটি গেরুয়া ধূসর বন্দে ভারত চালু করা হবে রবিবার। এখন দেখে নেওয়া যাক নতুন ৯ টি রুট কি কি হতে চলেছে?

Advertisements

নতুন যে নয়টি রুটে নতুন নয়টি বন্দে ভারতের সূচনা হতে চলেছে সেগুলি হল পাটনা থেকে হাওড়া এবং হাওড়া থেকে পাটনা, রাঁচি থেকে হাওড়া এবং হাওড়া থেকে রাঁচি, বিজয়ওয়াড়া থেকে চেন্নাই এবং চেন্নাই থেকে বিজয়ওয়াড়া, তিরুনেলভেলি থেকে চেন্নাই এবং চেন্নাই থেকে তিরুনেলভেলি, রউরকেলা থেকে পুরি এবং পুরি থেকে রউরকেলা, উদয়পুর থেকে জয়পুর এবং জয়পুর থেকে উদয়পুর, কসারাগড থেকে ত্রিবন্তপুরম এবং তিরুবন্তপুরম থেকে কাসাড়াগড, জামনগর থেকে আমেদাবাদ এবং আমেদাবাদ থেকে জামনগর ও হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু এবং বেঙ্গালুরু থেকে হায়দ্রাবাদ।

পশ্চিমবঙ্গে এর আগে তিনটি বন্দে ভারত পরিষেবা দিয়ে থাকে। যেগুলি হল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া, হাওড়া থেকে পুরী এবং পুরি থেকে হাওড়া ও নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি এবং গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি। এখন এই তিনটি ছাড়াও রবিবার দুটি বন্দে ভারত পাচ্ছে বাংলা। স্বাভাবিকভাবেই বাংলায় পাঁচটি বন্দে ভারতের সূচনা হতে চলেছে। এছাড়াও ষষ্ঠ বন্দে ভারত ও খুব তাড়াতাড়ি চালু হবে বলে শোনা যাচ্ছে।

Advertisements